কফি উইথ করণের নতুন সিজন শুরু হবে নতুন বছর
- বিনোদন প্রতিবেদক
- ২৯ জুন ২০২৪, ০০:০০
টেলিভিশন থেকে ওটিটিতে গেছে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’। অনেকেই বলছেন, জনপ্রিয়তায় ভাটা পড়েছে তার। কথা অনেকটাই সত্য। তবে এর মধ্যেও নতুন সিজনের ঘোষণা এসেছে। কফি উইথ করণের নতুন সিজন পরিকল্পনা করছেন করণ জোহর। আগামী বছর স্ট্রিম হবে কফি উইথ করণের নবম সিজন। এখন পর্যন্ত প্রকাশিত তথ্যানুসারে, হটস্টারেই আসবে নতুন সিজন। এর আগে গত সোমবার করণ জোহর জানিয়ে ছিলেন, এ বছর কোনো নতুন সিজন হবে না। সোমবার রাতে এমনটিই জানিয়েছেন পরিচালক, প্রযোজক এবং শোয়ের সঞ্চালক। কারণ হিসেবে করণ জানিয়েছেন, জনপ্রিয় টকশোকে নতুন রূপ দিতে এই বছর বিরতি নিচ্ছেন এবং ২০২৫-এর দ্বিতীয়ার্ধে ৯ নং সিজন নিয়ে আসবেন। শোয়ের সর্বশেষ সিজন সম্পর্কে করণ বলেছেন, ‘কফি উইথ করণের ইতিহাসে, এই সিজনের র্যাপিড ফায়ার ছিল সবচেয়ে একঘেয়ে। নিজেই ভাবছিলাম, কেন করছি এটা? আপনি আমাকে প্রশ্ন করছেন না। আমার মনে হচ্ছিল, হ্যাম্পার আমিই বাড়ি নিয়ে যাব, কারণ কেউই ওটা পাওয়ার যোগ্য নয়।’ তিনি বলেন, আসুন ‘কফি উইথ করণ’-এর জগৎটা বদলে ফেলি। সিজন ৯-কে সবচেয়ে মজার সিজন হিসেবে আপনাদের সামনে নিয়ে আসা যাক। আড্ডায় অকপট উত্তর দিতে বাধ্য হবেন তারকারা। সেলিব্রিটিরা আজকাল কথা বলতে ভয় পান। আগের মতো মন খুলে কথা বলতে পারেন না।’
কফি উইথ করণের শেষতম সিজনেও অনেক বিতর্ক হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা