১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘মন ভাগাভাগি’তে জোভান-সাদিয়া আয়মান

‘মন ভাগাভাগি’তে জোভান-সাদিয়া আয়মান -

বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা জোভান। বহু দর্শকপ্রিয় নাটক তিনি উপহার দিয়েছেন। তার বিপরীতে নানান সময়ে বিভিন্ন নাটকে জুটি হয়ে কাজ করেছেন জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল, নাজনীন নীহা, তটিনীসহ আরো অনেকে। এই প্রজন্মের নবাগত আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মানও জোভানের বিপরীতে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘তখন যখন’, ‘নো (চেনা) ইউর পার্টনার’, ‘মনে রাখব’। গত ঈদে মেধাবী নাট্যকার, পরিচালক সাগর জাহানের একটি নাটকে জোভান ও সাদিয়া আয়মানের অভিনয় করার কথা ছিল। সেই নাটকের কাজই গত রোববার শুরু করেছেন তারা দু’জন। সাগর জাহানের রচনা ও পরিচালনায় তারা দু’জন ‘মন ভাগাভাগি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন। নাটকে জোভান অভিনয় করছেন অবাক চরিত্রে এবং সাদিয়া আয়মান অভিনয় করছেন সূচনা চরিত্রে।


আরো সংবাদ



premium cement