নতুন খবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন
- বিনোদন প্রতিবেদক
- ২২ জুন ২০২৪, ০২:১৩
বিনোদন অঙ্গনে প্রায় চার দশক ধরে কাজ করছেন তারিন জাহান। ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করলেও বড় পর্দায় খুব বেশি নিয়মিত ছিলেন না তিনি। তবে সাম্প্রতিক সময়ে বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন তিনি। গত বছর হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় দেখা গেছে তাকে। চলতি বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারিন অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘এটা আমাদের গল্প’। ইতোমধ্যে ৫০ দিন পূর্ণ করে এখনো প্রেক্ষাগৃহে চলছে মানসী সিনহা পরিচালিত সিনেমাটি। এরই মধ্যে খবর পাওয়া গেল তারিনের নতুন টালিউড সিনেমার। একই পরিচালকের ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ সিনেমায় অভিনয় করবেন তারিন। এতে আরো থাকবেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা প্রমুখ। এবার অভিনেত্রী নতুন সিনেমার খবর দিলেন।
একটি সংবাদমাধ্যমে তারিন বলেন, ইতোমধ্যে প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ সিনেমাটি। গল্পনির্ভর একটি সিনেমার এমন অর্জনে আমরা সবাই আনন্দিত। ভালো সিনেমা হলে দর্শক এখনো প্রেক্ষাগৃহে যায়, এটাই তার প্রমাণ। সে উপলক্ষেই কলকাতায় যাওয়া। এ ছাড়া মানসীদির নতুন সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সেই বিষয়েও চূড়ান্ত কথাবার্তা হবে। প্রথম সিনেমার মতো নিজের দ্বিতীয় সিনেমায়ও সম্পর্কের কথা বলবেন মানসী সিনহা। নির্মাতা জানিয়েছেন, এমন অনেক মানুষ আছে, পরিস্থিতির চাপে যারা একা থাকতে বাধ্য হন, তাদের নিয়েই এই সিনেমার গল্প। নামকরণ করা হয়েছে একটি বাড়ির ঠিকানা দিয়ে। সেই বাড়ির গল্প নিয়েই সিনেমা। নতুন সিনেমায় তার চরিত্রটি কেমন জানতে চাইলে তারিন বলেন, গল্পটি নিয়ে আলাপ হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা