১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

-

বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে হঠাৎই শ্রবণ ক্ষমতা হারিয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। হিন্দি সিনেমায় তিন দশক ধরে গান গেয়ে চলা এই শিল্পী ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই অসুস্থতার খবর দিয়েছেন।
এই প্লে ব্যাক শিল্পী বলেছেন, ভারতেই তার চিকিৎসা চলছে। উচ্চশব্দে গান শোনা এবং হেডফোন ব্যবহারে সতর্ক থাকার জন্য সহশিল্পীতের অনুরোধ জানিয়েছেন তিনি।
নিজের ছবি প্রকাশ করে অলকা ইয়াগনিক লিখেছেন, ‘আমার সকল ভক্ত, বন্ধু, অনুরাগী ও শুভাকাক্সক্ষীদের জন্য ভালোবাসা রইল। কয়েক সপ্তাহ আগে আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না।’ ‘ওই ঘটনার পর গত কয়েক সপ্তাহে কিছুটা সাহস আমি ফিরে পেয়েছি। আমার বন্ধু ও শুভাকাক্সক্ষী যারা কাজকর্মে আমার অনুপস্থিতির কারণ জানতে চাইছিলেন, তাদের সেটা জানাতে চাইছি।’

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, ভাইরাস সংক্রমণের ফলে একটি বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন এই শিল্পী। সে কারণেই কানে শুনতে পাচ্ছেন না। অলকা বলেন, ‘আমি বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
অলকা ইয়াগনিকের এই পোস্টে সাড়া দিয়েছেন সিনেমা ও সঙ্গীত জগতের অনেকে। দুঃখ প্রকাশ করেছেন তার অনেক শ্রোতারা। অভিনেত্রী ইলা অরুণ বলেন, ‘খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা আমি তোমার পোস্ট পড়ার সাথে সাথে না বলে পারছি না যে ঘটনাটি হৃদয়বিদারক। তবে চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসকদের ওপরে ভরসা রাখো। তুমি ভালো থাকবে এবং শিগগিরই আমরা তোমার মিষ্টি কণ্ঠ শুনতে পাব। ভালোবাসা নিও। সবসময় নিজের যতœ নিও।’ সঙ্গীত শিল্পী সোনু নিগম লিখেছেন, ‘কিছুদিন ধরে তোমার খবর পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। শিগগির তোমার সাথে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’ ৫৮ বছর বয়সী অলকা ইয়াগনিক শেষ গান গেয়েছেন ‘ক্রু’ ও ‘অমর সিং চামকিলা’ সিনেমায়।
এর আগে ২০২২ সালে ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন অলকা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ওই বছরে ইউটিউবে অলকার গান শ্রোতারা শুনেছেন মোট ১৫ দশমিক ৩ বিলিয়ন বার।


আরো সংবাদ



premium cement