ঢাকা থেকে শ্রীমঙ্গল ছুটলেন তৌসিফ-তটিনী
- বিনোদন প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
ঈদের আগেই ঢাকা থেকে শ্রীমঙ্গল সফরে গেলেন সময়ের দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও তটিনী। সঙ্গে আরো ছিলেন কিংকর আহসান, জীবন রায় ও ইরা প্রমুখ।
এই যাওয়াটা বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য হলেও মূলত সেটি নাটকের গল্পের বিয়ে। সফরটাও শুটিংয়ের সুবাদেই হলো তৌসিফ-তটিনীর। এই দু’জনকে জুটি করে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন প্রবীর রায় চৌধুরী। নির্মাতার সাথে এর যৌথ চিত্রনাট্য লিখেছেন অনিক ইসলাম। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটির নাম ‘লাভ অ্যাঙ্গেল’। নির্মাতা প্রবীর জানান, ‘এটি যেমন জার্নির গল্প তেমনি বন্ধুত্ব ও প্রেমের গল্প। তৌসিফ-তটিনীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আসলে এমন একটি কাজ সঠিক টিমওয়ার্ক ছাড়া হয় না। আমি সেই সমর্থন শিল্পী-কুশলীদের কাছ থেকে পেয়েছি। আশা করছি, কাজটি দেখে দর্শকরা আরাম পাবেন।’ প্রযোজক-পরিবেশক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদের সপ্তাহের বিশেষ আয়োজন হিসেবে ‘লাভ অ্যাঙ্গেল’ উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা