ফিরলেন নজরুল রাজ, সাথে পাভেল
- বিনোদন প্রতিবেদক
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
নজরুল রাজ, মূলত একজন নাট্য প্রযোজক। শত শত নাটক নির্মিত হয়েছে তার প্রযোজনা সংস্থা ‘রাজ মাল্টিমিডিয়া’ থেকে। অপূর্ব, নিশো, মেহজাবীন, মম, মৌসুমী হামদি, সাবিলা নূরসহ অনেক তারকাই তার প্রযোজিত নাটকে অভিনয় করেছেন। শখের বশে নজরুল অভিনয় করেছেন বহু নাটকে। তবে নাটক প্রযোজনাতেই তার মনোযোগ ছিল সবচেয়ে বেশি। বিগত বেশ কয়েক বছর ব্যক্তি জীবন নিয়ে কিছুটা জটিল সময় অতিবাহিত করার পর আবারো নাটক প্রযোজনায় ফিরেছেন তিনি আগামী ঈদকে কেন্দ্র করে। গত দু’দিন নজরুল রাজের প্রযোজনায় নির্মিত হয়েছে ঈদ বিশেষ নাটক ‘রাইটার’। গল্প ভাবনা আহমেদ মেহরান, রচনা আহসান হাবিব সকাল। নাটকটি নির্মাণ করেছেন মেঘ হিম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। নজরুল রাজের প্রযোজনা সংস্থা থেকে বি ইউ শুভ, তুহিন হোসেন, সাখাওয়াত মানিক, দীপু হাজরা, রাফাত মজুমদার রিংকু, প্রীতি দত্ত, লরিন খানসহ আরো বহু নির্মাতা নাটক নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় যুক্ত হলেন মেঘ হিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা