১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেলিপ্যাবের নতুন সভাপতি আরশাদ আদনান

টেলিপ্যাবের নতুন সভাপতি আরশাদ আদনান -

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যবসায় সফল দুই সিনেমার ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ প্রযোজক, আদ্যোপান্ত সংস্কৃতিমনা ব্যক্তিত্ব আরশাদ আদনান টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ-টেলিপ্যাবের নতুন সভাপতির দায়িত্বপ্রাপ্ত হলেন। গত শনিবার ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে আরশাদ আদনানকে সভাপতি হিসেবে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। আরশাদ আদনান সভাপতি হিসেবে ২০২৪-২৬ দায়িত্ব পালন করবেন। আরশাদ আদনানকে টেলিপ্যাবের সভাপতি হিসেবে পেয়ে টেলিপ্যাবের সবাই ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত। যখন অনুষ্ঠানে সভাপতি হিসেবে আরশাদ আদনানের নাম ঘোষণা করা হয় তখন ক্লাবের পুরো হলজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মুহূর্তেই। সেই উচ্ছ্বাসের মুহূর্তটুকু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। আরশাদ আদনান নিজেও ভীষণ খুশি টেলিপ্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে। নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আরশাদ আদনান বলেন, ‘টেলিপ্যাবের সভাপতি হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। সেই সাথে টেলিপ্যাবের জন্য আমি নিবেদিত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। ডিজিটাল এই যুগে ইউটিউব কনটেন্ট নীতিমালা না মেনেই প্রচার করা হচ্ছে। পুরোপুরি দায়িত্ব নেয়ার পর ইউটিউব কনটেন্ট নীতিমালার মধ্যে আনতে প্রথম কাজ করব। সবাইকে নিয়ে একসাথে বসে সব কিছুই নীতিমালার মধ্যে আনব ইনশা আল্লাহ।


আরো সংবাদ



premium cement