১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রাম্পের সমালোচনা করায় কেড়ে নেয়া হলো অস্কার জয়ীর অ্যাওয়ার্ড

-

হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোকে সম্মানিত করার ঘোষণা দিয়েছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার’স লিডারশিপ ফাউন্ডেশন। আজ মঙ্গলবার অভিনেতার হাতে তুলে দেয়ার কথা ছিল ‘সার্ভিস টু আমেরিকা’ অ্যাওয়ার্ড। কিন্তু সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় এই পুরস্কার প্রত্যাহার করেছে আয়োজক সংস্থা।
রবার্ট ডি নিরোকে সব সময় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা হিসেবে দেখা গেছে। তবে সম্প্রতি ট্রাম্প অপরাধী সাব্যস্ত হওয়ার পর, আদালতের বাইরে রবার্ট ডি নিরোকে ট্রাম্পের সমালোচনা করে সংবাদমাধ্যমে কথা বলতে দেখা গেছে। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নিরোর করা মন্তব্যের বেশ কিছু শব্দকে আপত্তিকর বলছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার’স লিডারশিপ ফাউন্ডেশন।
সংস্থার এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের বাকস্বাধীনতা ও জনসংযোগ স্থাপনকে আমরা সমর্থন করি। কিন্তু রবার্ট ডি নিরোর জনহিতকর কাজকে যে আমরা চিহ্নিত করব, তা থেকে আমাদের বিরত করেছে তাঁর সাম্প্রতিক কিছু কাজকর্ম।’
সাবেক পর্ণস্টার স্টর্মি ডানিয়েলসের মুখ বন্ধ করতে ঘুষ দেয়ার ঘটনায় আলোচিত ‘হাশ মানি’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী হলেন। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতের জুরিরা সবগুলো অভিযোগে তাঁকে দোষী ঘোষণা করেন। তাঁর সাজা নির্ধারণের জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।


আরো সংবাদ



premium cement