১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার অন্যভাবে পর্দায় আসছেন রিচি

-

রিচি সোলায়মান, বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত একজন অভিনেত্রী। বহু নাটকে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার স্বামী রাশেক মালিক বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশের ডিটেক্টিভ। দুই ছেলে মেয়েকে নিয়ে রিচি আমেরিকাতেই বসবাস করছিলেন। কিন্তু বিগত কয়েক বছর যাবত রিচি ঢাকাতে অবস্থান করছেন দুই সন্তানকে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিতে বিকশিত করে তোলার জন্য। এরই মধ্যে টুকটাক নাটকে কাজও করেছেন তিনি। তবে বলা যায়, পুরো সময়টাই বিগত কয়েক বছর শুধুই সন্তানদেরই দেয়ার চেষ্টা করেছেন তিনি। এরই মধ্যে রিচি অভিনয়কে ঘিরে একটি সুখবর দিলেন। আর তা হলো- প্রথমবার তিনি একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। সাত্যকি তরফদারের রচনায় ও বিজয়া জানার পরিচালনায় ওয়েব ফিল্ম ‘গিরগিটি’তে অভিনয় করেছেন রিচি। এরই মধ্যে কলকাতায় গিয়ে এই ওয়েব ফিল্মের কাজ শেষ করে এসেছেন তিনি।

ওয়েব ফিল্মে রিচি একজন পুলিশ অফিসার শোভনার ভূমিকায় অভিনয় করেছেন। যিনি মূলত একটি খুনের রহস্যের উদঘাটন করেন। প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করা প্রসঙ্গে রিচি বলেন, ‘আমেরিকাতে একটি অনুষ্ঠানে আরটিভির আশিক ভাইয়ের সাথে আমার দেখা হয়। আশিক ভাই-ই আমাকে কাজের কথা বললে আমি এটা বলি যে, আমি আমার মনের মতো গল্প, চরিত্র না পেলে কাজ করব না। আশিক ভাই জানতেন না যে আমি ঢাকায় থাকি। তো আশিক ভাই বললেন, আমি তোমার জন্য একটি ওয়েব ফিল্ম রেডি করছি, তুমি তাতে কাজ করবে। অবশেষে আশিক ভাইয়ের পরিকল্পনাতেই গিরগিটিতে আমার কাজ করা। পুরো কাজটিই এরই মধ্যে কলকাতাতে হয়েছে। আমি ছাড়া বাকি সবাই কলকাতার। ভীষণ যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। আমাদের দেশে মেয়েদেরকে প্রাধান্য দিয়ে গল্প খুব কমই হয়। এই নিয়ে আমাদের শিল্পীদেরও ভীষণ মন খারাপ থাকে। যাই হোক গিরগিটি একটি নারী প্রধান গল্পের ওয়েব ফিল্ম। যেহেতু পুরো কাজটাই কলকাতায় হয়েছে, তারা তাদের শতভাগ পেশাদারি দায়িত্বে থেকে কাজটি করেছে। আমার বিশ^াস এই কাজটি দর্শকের মন ভরিয়ে দেবে। আর আমার দুই সন্তানকে দেশে রেখে এখানে পড়াশোনা করানো এবং দেশের সংস্কৃতি সম্পর্কে একটু একটু করে ধারণা দিয়ে তাদেরকে তৈরি করার চেষ্টার কারণই হলো বাংলাদেশী মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত করা।’ বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় গিরগিটি ওয়েব ফিল্মটি শিগগিরই বিশেষ কোনো দিবসে আরটিভি প্লাসে প্রচার হবে। রিচি জানান, আগামী ২ ও ৩ জুন তিনি আরো একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

 


আরো সংবাদ



premium cement