১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিনেমাপ্রেমী দর্শকের প্রিয় হবেন সজল-অধরা...

-

বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ অভিনেতা আব্দুন নূর সজল। অভিনয়ে পরিণত এই অভিনেতা এখন ভালো গল্পের বাইরে যেমন ইচ্ছের বিরুদ্ধে নাটকে যেমন অভিনয় করছেন না ঠিক তেমনি তিনি এখন ভীষণ মনোযোগী ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। বড় পর্দায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য সজলের সব কিছুতে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। পরিবর্তনটা এমন যে ভালো গল্প চাই, ভালো চরিত্র চাইয়ের কোনো বিকল্প নেই। অর্থাৎ- এর বাইরে হলে তিনি কাজ করবেন না। পরিচালক জাহিদ হোসেনের পরিচালনায় এর আগে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। যে কারণে এরই মধ্যে জাহিদ হোসেনের সাথে সজলের কাজের একটি চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে। তাই তারই পরিচালনায় প্রবল বিশ্বাস নিয়ে সজল আবারো একটি সিনেমার কাজ শুরু করেছেন। সিনেমার নাম ‘ঋতুকামিনী’। এতে সজল অভিনয় করছেন জামাল চরিত্রে। আর তার বিপরীতে কুমকুম চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা অধরা। অধরা নিজেও এখন পারফেক্ট কাজটিই করতে চান। এমন অনেক সিনেমা আছে মহরত আর ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরপর আর সেসব সিনেমার কোনো খবর থাকে না। শুধুই খবরে নয়, অধরা পারফেক্ট কাজটি নিয়েই দর্শকের সামনে আসতে চান। অধরার ঠিক তেমনি একটি কাজ ঋতুকামিনী সিনেমাটি। গল্প শুনে, নিজের চরিত্র সম্পর্কে জেনে ভীষণ ভালোলাগায় কাজ যথাযথভাবে শুরু করেই তিনি জানান দিলেন, সজলের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement