১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডেয়ারিং লেডি নির্মাণ করলেন শেখ রুনা

-

শেখ রুনা, একজন গুণী নাট্যনির্মাতা। মাঝে মাঝে শখের বশে তিনি অভিনয়ও করেন। আবার এখন রাজনীতিতেও তিনি বেশ সক্রিয়। যে কারণে আগের মতো নাটক নির্মাণে নিয়মিত না হলেও ভালো গল্প এবং ঠিকঠাক প্রযোজক পেলে তিনি কষ্ট করে হলেও নাটক নির্মাণ করেন। ঠিক তেমনি একটি খণ্ড নাটক ‘ডেয়ারিং লেডি’। সোহেল রানার রচনায় এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ করেছেন শেখ রুনা। রুনা জানান, কয়েকজন নবাগত শিল্পী এ নাটকে অভিনয় করেছেন। নতুন হলেও নির্মাতা হিসেবে রুনা তাদের অভিনয়ে তৃপ্ত। তাই আগামীতে যদি তিনি আরো নাটক নির্মাণ করেন তবে এই নতুনদের নিয়েও কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শেখ রুনা বলেন, ‘মাঝে মধ্যে প্রচণ্ড ইচ্ছে হয় নিয়মিত নাটক নির্মাণ করি। কিন্তু সবমিলিয়ে ব্যাটে বলে হয়ে ওঠে না। যখন গল্প ভালো পাই, তখন প্রযোজকের সঙ্কট। আবার যখন প্রযোজক পাওয়া যায় তখন ভালো গল্পের সঙ্কট। এবার মোটামুটি সব মিলিয়ে ব্যাটে বলে মিলে গেলো বিধায় ডেয়ারিং লেডি-নাটকটি নির্মাণ করেছি। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই বেশ ভালো অভিনয় করেছেন। একজন নির্মাতা হিসেবে আমি তৃপ্ত। বাকিটা দর্শকও ভালো বলতে পারবেন নাটকটি প্রচারের পর। তবে এই মুহূর্তে আমি আসলে রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত। যে কারণে নির্দেশনায় এই এখন চাইলেও পুরোপুরি নিয়মিত হওয়া যাবে না।’ শেখ রুনা জানান, তিনি বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতি করছেন। তাতে অনুপ্রাণিত হয়েও অনেকে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

 


আরো সংবাদ



premium cement