ফাহমিদা নবীর কথা ও সুরে গাইলেন তারা...
- বিনোদন প্রতিবেদক
- ২০ মে ২০২৪, ০০:০০
বরেণ্য নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী’র ‘কারিগরী’ (ভয়েজ গ্রুমিং স্কুল) এর যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় দেড় যুগ আগে। এই কারিগরী থেকেই নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে ফাহমিদা নবীর গানে অনুপ্রাণিত হয়ে ফাহমিদা নবীরই কথা ও সুরে কয়েকজন শিল্পী নিজেদের মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। ফাহমিদা নবীর কথা ও সুরে শাকিলের কণ্ঠে ‘সেই তুমি’, পিলুর কণ্ঠে ‘যদি তোমার আকাশ আমার আকাশ এক হতো’, শাম্মী’র কণ্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমাক’, ফাহমিদা’র কণ্ঠে ‘হতে চাই রোদ’, ফাল্গুনীর কণ্ঠে ‘কেন যে একা লাগেনা ভালো’, শাকিলার কণ্ঠে ‘কথা জমে আছে’, রাবুর কণ্ঠে ‘ভালোবাসা তোমাকে’ ও সোহেলের কণ্ঠে ‘বিবাগী এ মন’।
ফাহমিদা নবী জানান কোরবানির ঈদের আগেই সবগুলো গানই ‘আনমোল প্রেজেন্টস’ ইউটিউব চ্যানেওে প্রকাশ পাবে। সুরকার, সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্ত্তী তার অকাল প্রয়াণের আগেই সবগুলো গানের মিউজিকের কাজ শেষ করে গেছেন। তিনি বলেন,‘ কারিগরী থেকে নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলেই তারা গান গেয়েছেন। আমার দৃষ্টিতে প্রত্যেকেই ভীষণ ভালো গায়। প্রত্যেকেরই কণ্ঠে গানগুলো এক অন্যরকম মুর্ছনার সৃষ্টি করেছে। যেহেতু গানগুলো আমার লেখা এবং আমারই সুর করা। তাই এতটুকু বলতে পারি যার জন্য যে গান করেছি তার কণ্ঠেই সেই গান একদম পারফেক্ট হয়েছে। সবাই এতো মন দিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে গেয়েছেন যে আমি প্রত্যেকের গান শুনে মুগ্ধ। তবে এটা বলতেই হয় প্রত্যেকেরই গানের প্রতি পরম ভালোবাসা আছে, তারা গানকে নিজের ভেতর লালন করে বলেই তারা এত চমৎকার গাইতে পেরেছে। আমি বিশ্বাস করতে সবসময়ই ভালোবাসি যে যেকোনো কাজে যদি কারো একাগ্রতা থাকে তাহলে সে শতভাগই সফল হয়। কারিগরী থেকে যারা গান গেয়েছেন সবার জন্য শুভ কামনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা