১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘মি টু’ দিয়ে কান উৎসবে লড়াই চালিয়ে যাচ্ছেন জুডিথ গোদরেশ

‘মি টু’ দিয়ে কান উৎসবে লড়াই চালিয়ে যাচ্ছেন জুডিথ গোদরেশ -


ইংরেজি ‘মি টু’কে ফরাসি ভাষায় বলা হয় ‘মোই আউসি’। ফ্রান্সে এ শব্দটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক জুডিথ গোদরেশ। যিনি যৌন হয়রানি বন্ধের লড়াই চালিয়ে যাচ্ছেন নানাবিধ কার্যক্রম পরিচালনার মাধ্যমে। তারই সূত্র ধরে ‘মোই আউসি’ নামে ১৭ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করেছেন তিনি।
কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের দ্বিতীয় দিন আঁ সাঁর্তে রিগা বিভাগের উদ্বোধনী আয়োজনে ছবিটির প্রদর্শনী ছিল। এর নামকরণে বিশ্ব চলচ্চিত্রে যৌন হেনস্তার শিকার নারীদের নীরবতা ভাঙার আন্দোলনকে তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন অংশ বর্ণনা করেছেন জুডিথের মেয়ে তেস বার্তেলেমি। ছবিটি প্রদর্শনের আগে বুধবার কানের লাল গালিচায় কলাকুশলীরা প্রথমে হাতে হাত, পরে দুই হাত দিয়ে মুখ ডেকে যৌন হয়রানির প্রতিবাদ জানিয়েছেন।
‘মোই আউসি’ ছবির গল্প তৈরি হয়েছে জুডিথ গোদরেশের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। আশির দশকে পরিচালক বেনোইট জ্যাকোটের সাথে তার ছয় বছরের সম্পর্ক ছিল। তখন তাদের একজনের বয়স তখন ছিল ১৪, অন্যজনের ৩৯ বছর। ওই সময়ে ‘ফেয়ারওয়েল’, ‘মাই কুইন’ ও ‘চেম্বারমেইড ডিরেক্টরস ডায়েরি’ নামে তিনটি সিনেমার শুটিংয়ের সময় নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন জুড়িথ গোদারেশ। এ ছাড়া ১৯৮৯ সালে ‘ফিফটিন ইয়ার ওল্ড গার্ল’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় ‘সংহিসভাবে তাকে ধর্ষণ’ করা হয়েছে। এ নিয়ে থানায়ও তিনি অভিযোগ করেছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বেনোইট জ্যাকোট।

আদালতে বিষয়টি এখনো বিচারাধীন, তবে গোদরেশের প্রতিবাদ কার্যক্রম এখন বিশ্বজুড়ে সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছে। চলচ্চিত্র সমালোচকরা বলেছেন, একজন সুপরিচিত অভিনেত্রীর কাছ থেকে প্রতিবাদ আসার কারণে বিষয়টি অন্যরকম মাত্রা পেয়েছে। গোদরেশ তার সিনেমা নিয়ে বলেন, আমার ছবিটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়। আমি যখন এর গল্প নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলাম। তখন পাঁচ হাজারের বেশি মানুষ ম্যাসেঞ্জারে আমাকে উৎসাহিত করেছে এটি তৈরি করার জন্য।
তিনি বলেন, আমি নিজেকে নিয়ে চলচ্চিত্র বানাতে চাইনি। যে সমস্ত লোক আমার কাজকে সমর্থন জানিয়ে লিখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিনেমাটি তৈরি।

ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা
কান চলচ্চিত্র উৎসবে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ দেখানোর ৯ বছর পর ভূমধ্যসাগরের তীরেই এলো এর বহুল প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতার বাইরে ছিল এর প্রদর্শনী।
অস্ট্রেলিয়ার জর্জ মিলারের পরিচালনায় তরুণী ফিউরিওসা চরিত্রে অভিনয় করেছেন আনিয়া টেলর-জয়। দর্শকদের করতালির সময় তিনি ক্যামেরায় চুম্বন উড়িয়ে দেন। ছবিটিতে খলচরিত্রে দেখা গেছে ক্রিস হেমসওয়ার্থকে। ছয় মিনিটের করতালি শেষে জর্জ মিলার বলেন, ‘আমরা ছবিটির জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ কান উৎসবের সাথে জর্জ মিলারের সম্পর্কটা নিবিড়। ১৯৯৯ সালে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের মধ্যে ছিল তার নাম। ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ ২০১৫ সালে প্রতিযোগিতার বাইরে স্থান পায়। ২০১৬ সালে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হন তিনি।
ক্রিস হেমসওয়ার্থ ও আনিয়া টেলর-জয় উভয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে বিছানো লালগালিচায় পা রাখার আগে ঝকঝকে দামি গাড়ি থেকে নেমে সড়কের ধারে অপেক্ষমাণ অনেক ভক্তকে অটোগ্রাফ ও সেলফি বিলিয়েছেন। তবে ছেলেদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড ভেঙেছেন সাদা টাক্সেডো জ্যাকেট পরা ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ।
‘ম্যাড ম্যাক্স’ ফ্রাঞ্চাইজের পঞ্চম কিস্তি ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। আশা করা হচ্ছে, ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’-এর ৩৮ কোটি ডলার আয়কে ছাড়িয়ে যাবে নতুন পর্ব। এর বাজেট ১৬ কোটি ৮০ লাখ ডলার।

‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’-এর প্রিক্যুয়েল হিসেবে ১৫-২০ বছর আগের গল্প থাকছে নতুন পর্বে, যখন পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী। কিন্তু সে হাল ছাড়ে না।
মূল প্রতিযোগিতা
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘ওয়াইল্ড ডায়মন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এটি ফ্রান্সের আগাত রিদাঁজে পরিচালিত প্রথম চলচ্চিত্র। সমসাময়িক রিয়েলিটি টিভি অনুষ্ঠানের প্রতি তরুণ-তরুণীদের আগ্রহকে কেন্দ্র করে নারীকেন্দ্রিক গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। গল্পের প্রধান নারী চরিত্রের মনোভাব সমাজের শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে।
এবারের আসরের অফিসিয়াল পোস্টারে স্থান পেয়েছে জাপানের প্রয়াত কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘র্যাপসোডি ইন অগাস্ট’ চলচ্চিত্রের একটি দৃশ্য। তার আরেক মাস্টারপিস ‘সেভেন সামুরাই’ (১৯৫৪) মুক্তির ৭০ বছর পূর্তি হলো। এ উপলক্ষে কান ক্ল্যাসিকস বিভাগে দ্যুবুসি থিয়েটারে স্থানীয় সময় সকাল ৯টায় ছিল এর প্রদর্শনী।
মেরিল স্ট্রিপের আড্ডা
বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিশেষ আড্ডায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করেন তিনবার অস্কারজয়ী মেরিল স্ট্রিপ।
সমান্তরাল বিভাগ
ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে বুধবার থিয়েটার ক্রজেটে দেখানো হয়েছে ফ্রান্সের সোফি ফিলিয়ের পরিচালিত ‘দিস লাইফ অব মাইন’।

 


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল