১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অন্য কী করব, সেটা ভাবতে গিয়ে আবার অভিনয়েই ফিরি : মোশারফ করিম

অন্য কী করব, সেটা ভাবতে গিয়ে আবার অভিনয়েই ফিরি : মোশারফ করিম -

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। স্বাভাবিক নিয়মেই তাই সাক্ষাৎ পাওয়া কঠিন। এই কঠিনকে সহজ করতে সরাসরি তার শুটিং সেটা যাওয়া হলো। উত্তরার একটি শুটিং হাউজে গিয়ে জানা গেল নাটকের নাম ‘ঘরের শত্রু বিভীষণ’। পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু।
সেখানে দেখা হলো তার সাথে। পরনে ছিমছাম লাল টি-শার্ট আর কালো জিন্স। উত্তরায় যে ধরনের আভিজাত্য নিয়ে নতুন ভবনগুলো মাথা তুলে আছে, শুটিং হাজজ সেরকম নয়। ডিজাইনে কিছুটা পুরনো ধাঁচ। তবে ভেতরে পরিপাটি। সম্ভবত শুটিংয়ের জন্যই এমন পরিপাটি করে রাখা। উত্তরার বেশ প্রসিদ্ধ শুটিংবাড়ি এটি। বরাবরের মতো কুশল বিনিময় করে কথা শুরু করলেন মোশাররফ করিম। জানালেন, কেবল নতুন ধারাবাহিক নিয়েই কথা বলবেন। অন্য বিষয়গুলো আজ থাক। সব বিষয় নিয়ে আরেক দিন কথা হবে। যে কয় মিনিট কথা বলার সুযোগ পাওয়া, তাতে খুব বেশি আলাপ জমানো সম্ভবও নয়। এরপরও শুরু হলো কথা।
অভিনেতা জানালেন, ঘরের শত্রু বিভীষণ ধারাবাহিকটির গল্প ও এর নির্মাতার সততা দুটোই তাঁকে টেনেছে। আর টেনেছে বলেই এতে তাঁর অভিনয় করা। এমন গল্প ও চরিত্রে আগে কখনো করা হয়নি।
এ অভিনেতা ১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথিতে’ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেন। ফেরদৌস হাসানের পরিচালনায় এ নাটকের মাধ্যমে অভিষেক হলেও কয়েক বছর পর ২০০৪ সালে নিয়মিত পথচলা শুরু হয় তাঁর। এরপর বিখ্যাত টেলিফিল্ম ‘ক্যারাম’-এ তিশার বিপরীতে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন। এখন পর্যন্ত কত নাটকে অভিনয় করছেন, সে সংখ্যা হয়তো তাঁর নিজেরও জানা নেই। কত বহুমাত্রিক চরিত্রে নিজেকে রূপায়ণ করেছেন, এর হিসাবও হয়তো নেই তাঁর কাছে।
সেই অভিনেতা বললেন, ‘ধারাবাহিকটির গল্প ও চরিত্র একেবারে ব্যতিক্রম। সেটা যে ব্যতিক্রম হবে, তা বলাই বাহুল্য। অভিনেতার ভাষ্য, ঘরের শত্রু বিভীষণে মূলত বিভীষণই নায়ক; যে নাটকে বিভীষণকে দেখানো হয় শত্রু হিসেবে। কিন্তু দর্শকরা এই বিভীষণকে নায়ক রূপেই দেখতে পাবেন গল্পে। বেশ আলাদা গল্প, এমন গল্পের চরিত্রে আগে কখনো অভিনয় করা হয়নি।’
ধারাবাহিকটি নিয়ে গল্প শুনতে শুনতেই কথা ছুটে যায় ভিন্ন দিকে। মঞ্চ হয়ে টিভিতে কাজ করার যুগে চলেন যান মোশাররফ করিম। চোখ তাঁর কিছুটা উজ্জ্বল হয়ে ওঠে। বোঝা যায়, অতীত রোমন্থন করতে করতে নিজেও ফিরে যাচ্ছিলেন অতীতের সেই সময়ে যে সময়টা স্ট্রাগলের ছিল, ছিল নিজেকে যোগ্য করে তোলার পাঠ। যদিও মোশাররফ করিম সময়টাকে স্ট্রাগল বলতে নারাজ। তাঁর ভাষ্য, সময়টা ছিল আনন্দের। পাঠকের কথায় কথায় জানতে চাওয়া হয়, এই যে এত এত অভিনয় করছেন, ক্লান্ত লাগে না? মোশাররফ করিমের সাফ উত্তর ‘লাগে। তবুও দিন শেষে আমি এটা উপভোগ করি। অনেকবার ভেবে দেখেছি এটা ছেড়ে দেবো এবং অন্য কিছু করব। কিন্তু অন্য কী করব, সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে অভিনয়েই ফিরি।’
মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ ও ‘চক্কর’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। তবে কবে মুক্তি পাবে তা তিনি জানেন না। অমিতাভ রেজার পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’ নামে হইচইয়ের জন্য একটি প্রজেক্টও শুরুর অপেক্ষায়। আরো কত কত নাটকের শুটিং তো বাকিই রয়েছে। তাই অভিনয় নিয়েই তাঁকে রাতদিন একাকার করতে হচ্ছে। এর ফাঁকেও পড়তে ভোলেন না তিনি।
মোশাররফ করিম বললেন, ‘কখনোই প্রচুর পড়াশোনা করিনি। আমি বরাবরই পড়ায় ফাঁকিবাজ। তবে আমার পড়ায় একটু-আধটু আনন্দ হয়। তাই রেগুলার এক পাতা-আধ পাতা পড়ি। এটাকে প্রচুর বলা যাবে না। আর এই পড়াকে বিশেষায়িত করে তোলারও কিছু নেই। একেকজনকে একেক জিনিস আনন্দ দেয়। কেউ গান গেয়ে আনন্দ পায়, কেউ খেলাধুলা করে আনন্দ পায়। আমি হয় তো এক-দুই পাতা পড়ে আনন্দ পাই।’


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল