১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক মাসে সাত শো শেষে দেশে ফিরবেন মমতাজ

এক মাসে সাত শো শেষে দেশে ফিরবেন মমতাজ -

বাংলা নতুন বছরের শুরুতেই বাংলাদেশের গানের গর্ব বাউল সম্রাজ্ঞী, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম যুক্তরাষ্ট্র গেছেন এক মাসের বেশি সময় টানা কয়েকটি স্টেজ শোতে অংশ নিতে। যুক্তরাষ্ট্র থেকে মমতাজ জানান, এরই মধ্যে গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের ‘টাইমস স্কয়ার’-এ একটি শোতে অংশগ্রহণ করেছেন তিনি। আর এর পরপরই গত ২০ এপ্রিল কানেকটিকাটে আরেকটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন মমতাজ। এরপর আরো একটি শোতে অংশ নেন ফ্লোরিডার অর্লেন্ডোতে। আগামী ১০ মে শুক্রবার টেনেসিতে একটি, ১১ মে ভার্জিনিয়াতে একটি, ১২ মে ফ্লোরিডার টেম্পাতে আরেকটি এবং আগামী ১৭ মে জ্যামেইকাতে আরো একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন মমতাজ। এর দুই দিন পরই দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এক অন্যরতম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। গত ২ মে যুক্তরাষ্ট্রের নিউজার্সির ফ্যাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সে দিন সম্মাননাপত্রটি হস্তান্তর করেন নিউজার্সির একমাত্র বাংলাদেশী আমেরিকান নারী কাউন্সিলওম্যান শিফা উদ্দিন। শিফা তার বক্তব্যে বলেন, ‘মমতাজ বেগমে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি ও বাঙালিত্ব দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশে^ ছড়িয়ে পড়েছে।’ সম্মাননাপ্রাপ্তি এবং টানা সাতটি শো প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো স্বীকৃতি নেই। মানুষের ভালোবাসার কারণেই আজকের মমতাজ আমি। আমার গানের প্রতি ভালোলাগা ভালোবাসা থেকে টাইম স্কয়ারে সঙ্গীত পরিবেশন করার সময় বাড়িয়ে দেয়া হয়। ধন্যবাদ আমাকে নিউজার্সিতে আমাকে সম্মাননা প্রদান করার জন্য। এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।


আরো সংবাদ



premium cement