১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘আজীবন সম্মাননা’য় ভূষিত এসডি রুবেল

-

এসডি রুবেল নব্বই দশকের অন্যতম জনপ্রিয় শিল্পী। তার কণ্ঠের এমন অনেক গান রয়েছে যা শ্রোতা দর্শকের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘লাল বেনারসী জুড়িয়ে তুমি যে আমার ঠিকানাটা ছাড়িয়ে গেলে’, ‘ কেউ নেই আমারই পাশে’, ‘অনেক বেদনা ভরা আমার এ জীবন’,‘ যতো খুশি ব্যথা দাও’, ‘আমার একটা সাথী ছিল গ্রামের বাড়িতে’, ‘ও চাঁদ’, ‘মন যেন এক মায়াবী পাখি’, ‘অনেক দিনের স্বপ্ন তুমি’, ‘আমি আর কোনো অনুরোধ করবো না তোমাকে’, ‘তুমি ভুলে যেও কোনো ক্ষতি নেই’, ‘পৃথিবীর কাছ থেকে সূর্য বিদায় নিলে’, ‘আজকের দিনটার কোনো নাম নেই’, ‘আমি পারবো না কিছুতেই তোমাকে ভুলে যেতে’, ‘পথে যেতে পরিচয়’সহ আরো বহু গান। সিনেমাতে তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এই সুন্দর পৃথিবীতে এসেছি আমি’, ‘এভাবেই ভালোবাসা হয়ে যায়’ ইত্যাদি। তবে এসডি রুবেল নতুন নতুন গান প্রকাশে কখনো বিরতি নেননি। তিনি প্রতিনিয়ত তার নিজের চ্যানেলে হলেও নতুন নতুন মৌলিক গান প্রকাশ করেছেন। সর্বশেষ তিনি ‘তুমি শরতের মেঘ’ গানটি প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন কোনাল। গানটি লিখেছেন কৃষ্ণ দাস, সুর সঙ্গীত করেছেন এসডি রুবেল। এসডি রুবেল জানান তার কণ্ঠে ১৪০০’৬রও বেশি আধুনিক গান প্রকাশিত হয়েছে। গেয়েছেন শতাধিক সিনেমায় গান। এস ডি রুবেল পরপর ৩ বার (২০১৭-২০১৮-২০১৯) জাতীয় রাজস্ব বোর্ড থেকে বাংলাদেশের সঙ্গীত শিল্পীদের মাঝে শ্রেষ্ঠ করদাতা হিসেবে জাতীয় সম্মাননা ও ‘সিআইপি’ সম্মাননা পেয়েছেন । এ ছাড়া বাচসাস, বাবিসাস, বিসিআরএ, ট্র্যাব’ পুরস্কার’সহ শতাধিক সরকারি বেসরকারি সংস্থা থেকে পুরস্কৃত হয়েছেন দেশে বিদেশে অসংখ্যবার। সেই ধারাবাহিকতায় এসডি রুবেল এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন। ‘বাংলাদেশ এসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলস’ আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি এসডি রুবেলের হাতে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আজীবন সম্মাননা’ তুলে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement