১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পয়লা বৈশাখে কণার ‘বাংলা আমার প্রাণ’

পয়লা বৈশাখে কণার ‘বাংলা আমার প্রাণ’ -

আগামী ১৫ এপ্রিল বাংলাদেশের গানের ভুবনের প্রজন্মের নন্দিত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণার জন্মদিন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী জন্মদিনকে সামনে রেখে নতুন একটি বৈশাখের গান শ্রোতা-দর্শককে উপহার দিতে যাচ্ছেন। কণার নতুন এই গানের শিরোনাম ‘বাংলা আমার প্রাণ’। গানটি লিখেছেন আকাশ সেন ও প্রিয় চ্যাটার্জি। সুর-সঙ্গীত করেছেন আকাশ সেন। গানটি কণার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কণা’তে প্রকাশ পাবে। কণা বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের নিজস্ব সংস্কৃতি। এর আগেও পয়লা বৈশাখে আমার গান প্রকাশ হয়েছে। তবে এবারের গানটা বেশ আয়োজন করেই করা হয়েছে। আকাশ সেন ও প্রিয় চট্টোপাধ্যায়ের চমৎকার গীতিকবিতায় আকাশ নিজে চমৎকার সুর করেছে। গানটি যে কারো একবার শুনলেই ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আর নিজের ইউটিউব চ্যানেলের জন্য সৈকত রেজা বেশ যতœ নিয়েই নির্মাণ করেছে মিউজিক ভিডিওটি। সৈকতের ওপর আমার আস্থা আছে বলেই তাকে দিয়ে কাজটি করিয়েছি। সব মিলিয়ে পয়লা বৈশাখের গান আশা করছি সব শ্রেণীর শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ কণা জানান, আগামী ১৫ এপ্রিল জন্মদিনে ফরিদপুরে একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। আগের দিন বাবা-মায়ের সাথে জন্মদিনের কেক কেটে পরেরদিন অর্থাৎ ১৫ এপ্রিল সকালে তিনি ফরিদপুরের উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে শো শেষ করেই আবার ঢাকায় ফিরে আসবেন। এ দিকে এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া দু’টি সিনেমা ‘সোনার চর’ ও ‘ওমর’-এ কণা’র দু’টি গান প্রকাশ হয়েছে। দু’টি গানের জন্যই কণা বেশ সাড়া পাচ্ছেন। বিশেষত ‘ওমর’ সিনেমার ‘ভাইরাল বেইবী’ গানটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছ। দর্শনা বণিকের লিপে কণার গাওয়া এই গানটি এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। গানটি লিখেছেন জনি হক, গানে সংশ্লিষ্ট সহশিল্পী ঈশান মিত্র। গানটির সুর-সঙ্গীত করেছেন সৌভিক গুপ্ত। এ দিকে আগামী ঈদে বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে কণাকে সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার সাথে।


আরো সংবাদ



premium cement