১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদে বিটিভিতে জনপ্রিয় নির্মাতাদের চার নাটক

ঈদে বিটিভিতে জনপ্রিয় নির্মাতাদের চার নাটক -

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন করছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি। প্রচার হবে জনপ্রিয় চার নির্মাতার বিশেষ চার নাটক। ঈদের আগের দিন রাত ৯টায় প্রচার হবে হারুন রশীদের রচনা ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটক ‘চাঁন রাতের মেহমান’, ঈদের দিন থাকছে নূরুদ্দিন জাহাঙ্গীরের মূল গল্পে আকরাম খানের নাট্যরূপ ও পরিচালনায় এবং আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘গোলাপের সুবাস’, ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এবং নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘যৌবন’। মোস্তাক আহমেদের মূল গল্পে পান্থ শাহরিয়ারের রচনা ও পরিচালনায় এবং শাহজামান মিয়ার প্রযোজনায় নাটক ‘নীলাভ’ থাকছে ঈদের তৃতীয় দিন। চাঁন রাতের মেহমান গল্পে দেখা যাবে চাঁদ রাতে শহরের এক বাসায় দুই চোর, এক দম্পতি ও কাজের লোকের মধ্যে ঘটে যাওয়া হাস্যরসাত্মক ঘটনা। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হারুন রশীদ, রামিজ রাজু, সুষমা সরকার, শর্মিমালা ও সৈয়দ মোশাররফ। গোলাপের সুবাস নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, রিয়াসাদ শুভ, নাজিম উদ্দিন পাপ্পু আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, গোলাপের সুবাসহীন এ রূঢ় সময়ে প্রিয়ন্তির প্রেমিক শুভ্রকে তার অন্ধ দাদী প্রিয়ন্তির জন্য গোলাপ আনতে বলে। শহরে সবচেয়ে ক্ষমতাবান ও ধনাঢ্য ব্যক্তির নাতনীর বিয়েতে নিয়ে আসা হয়েছে শহরের সব গোলাপ। গোলাপ শূন্য শহরে প্রেমিকার জন্য শুভ্র হন্যে হয়ে খুঁজে ফেরে একটি গোলাপ। শুভ্র কি গোলাপ খুঁজে পাবে? যৌবন নাটকে দেখা যাবে, মিলি সুলতানা নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধা। সে এক এনজিওর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। সন্তানরা বিদেশে প্রতিষ্ঠিত হওয়ায় মিলির নিঃসঙ্গ ও একঘেয়েমি জীবন। অফিসে থাকাকালে এক দিন একটি মেয়ে এসে তাকে বয়স কমিয়ে যুবতী বানানোর প্রস্তাব দেয়।


আরো সংবাদ



premium cement