১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আসছে মির্জা নিশাতের নতুন গান

আসছে মির্জা নিশাতের নতুন গান -

‘যদি ভালো না লাগে বন্ধু গায়ের জোরে ভালো বাইসোনা’ -এমন শিরোনামের একটি গান এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই গানটি এই প্রজন্মের সঙ্গীতশিল্পী মির্জা নিশাতের। গানের কথা ও সুর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার প্লাবন কোরেশীর। সঙ্গীতায়োজন করেছেন হৃষিকেশ রকি। আগামী ঈদে নতুন আরো একটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন নিশাত। নতুন গানের শিরোনাম ‘আইলানা শ্যাম অভাগীনির বাসরে’। গানটির কথা ও সুর প্লাবন কোরেশীর। সঙ্গীতায়োজন হৃষিকেশ রকির। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। মির্জা নিশাত বলেন, ‘যেহেতু আমার সর্বশেষ গানটি বলা যায় বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। যে কারণে নতুন যে গানটি হলো এই গান নিয়ে আমি আরো বেশি আশাবাদী হয়ে উঠেছি। আমি সাধারণত ফোক ঘরানার গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে ফোক ধারার গানই গেয়ে থাকি। আইলানা শ্যাম অভাগীনির বাসরে-গানটিও ফোক ঘরানার গান। যেহেতু প্লাবন কোরেশী ভাই আমার এলাকার বড় ভাই, তাই তার কাছে আমার দাবি আছে ভালো ভালো গান পাওয়ার। তিনিও বেশ যতœ নিয়েই আমার গানগুলো করছেন। তার উপর আমি ভীষণ সন্তুষ্ট এবং তার প্রতি আমি কৃতজ্ঞও বটে। নতুন গানটির কথা ও সুর শ্রোতা দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ^াস।’ নিশাত জানান, ঈদের আগেই একটি ইউটিউব চ্যানেলে তার নতুন মৌলিক গানটি প্রকাশ পাবে। এর আগেও নিশাত অপু আমানের কথা ও সুরে আরো দু’টি মৌলিক গান গেয়েছিলেন (প্রকাশিত)। গান দু’টি হচ্ছে ‘দুষ্টু চোখে মিষ্টি আশা’ ও ‘যাও পাখি’। বাবা মির্জা নূরুল হকের কাছেই নিশাতের গানে হাতেখড়ি এবং শেখা। কিন্তু ১৯৯৯ সালে বাবা মারা যাবার পর গানে আর মনোযোগ দেয়া সম্ভব হয়নি। কিন্তু গত এক বছর যাবত তিনি গানে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এ দিকে গেলো পাঁচ মাস আগে তার মা মনোয়ারা বেগমও মারা গেলেন। তার ভাই মির্জা মুনিরও একজন মিউজিসিয়ান। মূল কথা সঙ্গীত পরিবারেরই মেয়ে নিশাত। যে কারণে গানের প্রতি তার আবেগটা বেশি কাজ করে।


আরো সংবাদ



premium cement