১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন সিনেমা ‘জীবনের খেলা’য় সজল

নতুন সিনেমা ‘জীবনের খেলা’য় সজল -

গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল আব্দুন নূর সজল অভিনীত হদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। এই সিনেমায় তিনি অনবদ্য অভিনয়ের জন্য সব শ্রেণীর দর্শকের কাছ থেকে বেশ প্রশংসিত হয়েছেন। পাশাপাশি তার অভিনীত ‘জিন’ সিনেমাতেও তিনি দারুণ অভিনয় করেছেন। এরই মধ্যে ঘোষণা এলো- সজল নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘জীবনের খেলা’। এটি নির্মাণ করবেন ওয়ালিদ আহমেদ। তার পরিচালনায এবারই প্রথম সজল সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। একই পরিচালকের ‘মেঘের কপাট’ গত বছর মুক্তি পায়। তার নতুন সিনেমাতে তিনি সজলকে নিয়ে কাজ করবেন, এ জন্য পরিচালকও ভীষণ উচ্ছ্বসিত। সজল বলেন, ‘এটি ভীষণ সত্যি যে, আমি সিনেমাতে এমন সব চরিত্রে কাজ করতে চাচ্ছি যেসব চরিত্রে এর আগে দর্শক আমাকে দেখেনি।


আরো সংবাদ



premium cement