১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

টলিউডের সিনেমায় অপূর্ব

টলিউডের সিনেমায় অপূর্ব -

দেশের টিভি নাটকের শীর্ষ তারকা জিয়াউল ফারুক অপূর্ব। কাজ করেছেন সিনেমা ও ওটিটি কনটেন্টেও। এবার দেশের সীমানা ছাড়িয়ে নাম লেখালেন টলিউডে। কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন ‘বড় ছেলে’। যেটার নাম ‘চালচিত্র’। নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত।
ছবিটি প্রযোজনা করছে টলিউডের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন্স। তাদের সোশ্যাল পেজ থেকে ২৭ সেপ্টেম্বর অপূর্বর নাম-ছবিসহ ঘোষণা দেয়া হয়েছে। এই ছবিতে অপূর্বর সাথে থাকছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা। তবে অপূর্বর বিপরীতে ঠিক কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা জানা যায়নি।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, বর্তমানে অপূর্ব অবস্থান করছেন সিটি অব জয়ে। অংশ নিচ্ছেন ছবিটির শুটিংয়ে। এর ফাঁকে ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অপূর্ব বলেছেন, গল্পটি তার পছন্দ হয়েছে বলেই কাজটি করছেন। সেই সাথে নির্মাতা-প্রযোজক ও কুশলী মিলিয়ে টিমওয়ার্কও তার মনে ধরেছে।
থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে ‘চালচিত্র’। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে থাকছেন চৌকস অফিসার কনিস্ক চট্টোপাধ্যায়। এই চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। তারা একগুচ্ছ খুনের রহস্য উন্মোচনে নামবেন। কিন্তু তদন্ত করতে গিয়ে এক যুগের আগের আরেকটি মামলার সাথে ঘটনার মিল পাওয়া যায়। পাশাপাশি পুলিশ অফিসারের ব্যক্তি জীবনের প্রসঙ্গও উঠে আসে।
বলা দরকার, ফ্রেন্ডস কমিউনিকেশন্সের আগে বাংলাদেশের নন্দিত অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামের দু’টি সিনেমা প্রযোজনা করেছে। এর মধ্যে ‘হুব্বা’ রয়েছে মুক্তির অপেক্ষায়।
প্রসঙ্গত, অপূর্বর সর্বশেষ আলোচিত কাজ ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশু পরিচালিত এই ওয়েব সিরিজ গত মার্চে মুক্তি পেয়েছিল ভারতীয় প্ল্যাটফর্ম হইচইতে।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে দিনমজুরের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব

সকল