১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

তিন্নির ‘অভিমানী পাখি’

তিন্নির ‘অভিমানী পাখি’ -

‘অভিমানী পাখি’- এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির কণ্ঠের নতুন গান। তবে তার গাওয়া সব মৌলিক গানের চেয়ে এই গানের প্রতি বিশেষত এই গানের মিউজিক ভিডিওর প্রতি তার অন্যরকম এক ভালোলাগা রয়েছে। কারণ এই গানের মিউজিক ভিডিওতে তার সাথে তার বাবাও অভিনয় করেছেন। যে কারণে এই গানটি তার জীবনের অন্যতম একটি গান। ‘অভিমানী পাখি’ এবং ‘প্রজাপতি মন’ এই দুটো গানেরই কাজ শেষ হয়ে গিয়েছিল গত বছর এপ্রিল মাসে। নারায়ণগঞ্জে গান দুটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। কিন্তু ‘প্রজাপতি মন’ গানটি গত বছরই প্রকাশিত হয় এবং এই গানের জন্য প্রজন্মের সেরা গায়িকা হিসেবে ‘বিসিআরএ’ সম্মাননা লাভ করেছিলেন তিন্নি। এক বছরেরও বেশি সময় পর অবশেষে ‘অভিমানী পাখি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন তিন্নি। তিন্নি বলেন, ‘যেহেতু আমার জন্ম নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জেই এই গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল, যে কারণে গানটির প্রতি ভালোলাগা রয়েছে। তবে এই গানের প্রতি আরো বেশি বিশেষ ভালোলাগা এ কারণেই যে, এই গানের ভিডিওতে আমার বাবার ভূমিকায় আমার বাবাই অভিনয় করেছেন। আব্বু এত চমৎকার এক্সপ্রেশন দিয়েছেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি আব্বুর অভিনয়ে। আর গানের বিষয় এবং গানের সুর এক কথায় ইউনিক। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার মৌলিক গানের হিসাবের খাতায় এই গানটি বিশেষ স্থান দখল করে থাকবে। ধন্যবাদ গানের গীতিকার, সুরকারের প্রতি।’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফিদেল নাইম। এদিকে গত মঙ্গলবার রাজধানীর সেনানিবাসের ‘আর্মি অফিসার্স ক্লাব’-এর একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিন্নি। এ ছাড়া এরই মধ্যে তিনি বৈশাখী টিভি, গ্লোবাল টিভিতে সঙ্গীত পরিবেশন করেছেন।
আগামীকাল শুক্রবার দেশ টিভি ও চ্যানেলে টুয়েন্টি ফোরে দু’টি ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিন্নি। শনিবার সকালে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন তিন্নি। তিন্নির কণ্ঠে প্রকাশিত মৌলিক গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘শত শত রাত’,‘শরৎ আমার ¯িœগ্ধতা’, ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’ ইত্যাদি।


আরো সংবাদ



premium cement
আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

সকল