১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

হাবিবের ‘যাপিত জীবন’-এ গাইলেন মমতাজ

-

বাংলাদেশের বাউল স¤্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম বর্তমানে রাজনৈতিক কর্মকা- নিয়েই বেশি ব্যস্ত। যে কারণে তাকে এখন নিয়মিত তার নির্বাচনী এলাকাতেই সময় কাটাতে হয় অনেক ব্যস্ততার মধ্যদিয়ে। স্টেজ শো এবং বিশেষ কাজের বাইরে মমতাজ বেগম এখন নির্বাচনী প্রচারণাতেই মনোযোগ বেশি দিচ্ছেন। তবে সিনেমায় খুউব ভালো গানের প্রস্তাব পেলে সেই গানটি গাওয়ার চেষ্টা করেন। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত শুটিং সম্পন্ন হওয়া ‘যাপিত জীবন’ সিনেমায় গত রবিবার একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটির কথা ও সুর মমতাজের ভীষণ পছন্দ হয়েছে বিধায় গানটি অনেক মনোযোগ দিয়ে গেয়েছেন। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’র সিচুসেনাল সং গানটিই গেয়েছেন মমতাজ বেগম। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’-এমন গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটির সুর সঙ্গীত করেছেন গুনী সঙ্গীতশিল্পী, সুরকার পিন্টু ঘোষ। রবিবার রাজধানীর দিলু রোডে পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিং-এর সময় পরিচালক ছাড়া আরো উপস্থিত ছিলেন পরিচালকের মেয়ে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা (যিনি চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন) ও অনিমেষ আইচ। গানটি প্রসঙ্গে মমতাজ বেগম বলেন,‘ সিনেমাতে গান গাইতে বা প্লে-ব্যাক করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। তবে হাবিব ভাইয়ের যাপিত জীবন সিনেমার এই গানটি গাইতে যেন আমার অনেক অনেক বেশি ভালোলেগেছে। কারণ গানটির কথা ও সুর এতো চমৎকার যে মনটা ভরে গেছে আমার। পিন্টু এতো অসাধারন সুর করেছে এবং মিউজিকব অ্যারেঞ্জম্যান্ট করেছে যা সত্যিই বলার ভাষা নেই আমার। ভীষণ আবেগ দিয়ে দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। কতোটা ভালো হয়েছে তা আমি বলতে পারবোনা, শ্রোতারা ভালো বলতে পারবেন। তবে আমি আমার প্রতিটি গান গাওয়া শেষে এখন অনুধাবন করতে পারি যে গানটা শ্রোতাদের কেমন লাগতে পারে। এই গান নিয়ে আমার অনেক প্রত্যাশা।’ হাবিবুল ইসলাম হাবিব বলেন,‘ মমতাজ আপা গানটি গাওয়াতে গানটি এক অন্যরকম মাত্রা পেয়েছে। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ ভাবনা বলেন,‘ একটি সিনেমায় এমন একজন মহান শিল্পীর গান থাকা মানেই সেই সিনেমার সার্বিক সৌন্দর্য্য বেড়ে যাওয়া। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখা করে বুঝানোর মতো নয়।’ এদিকে মমতাজ গতকাল সোমবার পাবনার সাথিয়ায় স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন।


আরো সংবাদ



premium cement
২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সকল