প্রধানমন্ত্রীর সহযোগিতা চান আফরোজা
- বিনোদন প্রতিবেদক
- ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আফরোজা হোসেন, একাধারে একজন সংগ্রামী মা, একজন গুণী অভিনেত্রী। নাট্যাঙ্গনে যারা নিয়মিত অভিনয় করেন তারা বেশ ভালো করেই অবগত আছেন যে একজন আফরোজা হোসেন কতটা নিভৃতচারী, চুপচাপ স্বভাবের একজন মানুষ। শুটিং-এর সময় শুধু নিজের কাজটাই মনোযোগ দিয়ে করে যেতেন। তিনি যে একজন সংগ্রামী নারী, একজন সংগ্রামী মা- তা তেমন কেউই জানতেন না। কিন্তু যখন থেকে তার ক্যান্সার ধরা পড়েছে তখন থেকে তার সম্বন্ধে একটু একটু করে সবার জানা শুরু হলো। গেলো বছর সেপ্টেম্বরে তার ইউটেরাসে ক্যান্সার ধরা পড়ে। তা এখন মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ছে একটু একটু করে। দুই ছেলের এবং নিজের যা আয় ছিল তা দিয়ে কোনোরকম চিকিৎসা করে গেছেন আফরোজা। তার এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন ‘অভিনয় শিল্পী সংঘ’ এবং এর সভাপতি আহসান হাবিব নাসিম, আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। নাসিম, উর্মিলা ‘অভিনয় শিল্পী সংঘ’র মাধ্যমে চেষ্টা করছেন সবার সাধ্যের মধ্যে থেকে আফরোজা হোসেনকে সহযোগিতা করার।
কিন্তু তা দিয়ে যেন তার পুরো চিকিৎসা চালিয়ে নেয়াটাও যেন অনেক কঠিন। পাশাপাশি সংসারের অন্যান্য খরচ তো রয়েছেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সরাসরি সহযোগিতা চেয়ে আফরোজা হোসেন বলেন,‘ আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমার অভিনয় শিল্পী সংঘ-পরিবারের প্রতি। তাদের কাছে আমি ঋণী। প্রতিনিয়তই তারা আমার খোঁজ খবর রাখছেন। বিশেষভাবে কৃতজ্ঞ নাসিমের কাছে। তবে নিজের ক্যান্সার দূর করতে যে ব্যয় হচ্ছে তা পেরে উঠা আমার জন্য সত্যিই খুব কঠিন। তাই আমাদের সবার প্রিয় মমতাময়ী মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আর্থিক সহযোগিতা পরম বিনীতভাবে কামনা করছি। আমার বিশ^াস তিনি আমার এই দুঃসংবাদটি শুনলে আমাকে নিরাশ করবেন না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা