২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কলকাতায় আজীবন সম্মাননায় ভূষিত আফজাল হোসেন

-

বাংলাদেশের চিরসবুজ অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেন কলকাতায় গত ৪ জুন একটি অনুষ্ঠানে আজীবন সম্মানায় ভূষিত হয়েছেন। ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ২০তম আসরে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। কলকাতা থেকে আফজাল হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কারণে কলকাতার দর্শক নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের কাজের জায়গার ব্যাপ্তি যদি কলকাতায় বাড়ত তাহলে ঢাকার আর্টিস্টের ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তিও বাড়ত- এটি আমার পর্যবেক্ষণ। যেহেতু আমাদের ভাষা একই। আর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়- ভাবের আদান-প্রদান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটি ভালোলাগার বিষয়। অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মানায় ভূষিত করা হয়েছে।’ এ দিকে আফজাল হোসেন এরই মধ্যে শেষ করেছেন তার পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এ ছাড়া তিনি সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে ‘অপরাজেয়’ সিনেমার কাজ ও হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন। প্রথমটিতে তার বিপরীতে আছেন দীপা খন্দকার এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন রোকেয়া প্রাচী।


আরো সংবাদ



premium cement