২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কানাডায় নোবেলের সাথে দেখা হলো চন্দনের

-

বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদলের ‘উইনিং’ মেইন ভোকালিস্ট চন্দনের কণ্ঠে ‘ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে, আপন সুরে’ কিংবা ‘ইচ্ছে করে যাই চলে যাই অচিনপুর, যেখানে দুঃখ নেই কষ্ট নেই, ঝলমল করে আলো রোদ্দুর’ কিংবা ‘হৃদয়জুড়ে যত ভালোবাসা, শুধু তোমাকে দেবো ভেবে’ এসব গান এখনো শ্রোতা দর্শককে মুগ্ধ করে। একটি নয়, কয়েকটি জেনারেশন চন্দনের কণ্ঠে এমন আরো অনেক গানে মুগ্ধ হয়েছেন। সেই প্রিয় শিল্পী চন্দন দীর্ঘদিন ধরেই কানাডায় অবস্থান করছেন। এ দিকে কিছু দিন আগে লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশের মডেলিং জগতের রাজপুত্তুর আদিল হোসেন নোবেল। সেখান থেকে তিনি ক’দিন আগেই কানাডা গেছেন। কানাডা গিয়ে তিনি তার প্রিয় বন্ধু চন্দনের সাথে দেখা করেন। দীর্ঘদিন পর চন্দনের সাথে দেখা করে গল্প আড্ডায় মেতে উঠেছিলেন। চন্দনের সাথে দারুণ এক প্রাণবন্ত এবং মনে রাখার মতো সময় কাটিয়েছেন নোবেল। কানাডা থেকে নোবেল তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যে সময়টিতে আমি মডেলিং শুরু করেছি সেই সময়ে উইনিং ব্যান্ডদলের প্রধান ভোকালিস্ট হয়ে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিল। তার কণ্ঠে ইচ্ছে করে, ওই দূর পাহাড়ের ধারে, হৃদয়জুড়ে যত ভালোবাসা- এসব গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। আমার বিয়েতে যেমন চন্দন এসেছিল, আমিও তার বিয়েতে গিয়েছিলাম। সত্যি আমরা মনে রাখার মতো কোয়ালিটি সময় পার করেছিলাম। গল্প, আড্ডায় সেসব স্মৃতিই উঠে এসেছিল। বাংলাদেশের কয়েকটি ঐতিহ্যবাহী ব্যান্ডদলের মধ্যে উইনিংও একটি ছিল। এখনো চন্দনের গান অনেকেই আগ্রহ নিয়ে শোনেন। এটি আমার কাছে ভীষণ ভালো লাগে।’


আরো সংবাদ



premium cement
কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’

সকল