ভালো গল্পের অপেক্ষায় শিউলী শিলা
- সাকিবুল হাসান
- ০৩ জুন ২০২৩, ০০:০০
সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই পেশাগতভাবে শিউলী শিলার যাত্রা শুরু হয়েছিল। তবে ধারাবাহিক নাটক ‘বয়রা পরিবার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ক্যারিয়ারের একদম শুরুতে শিউলী শিলা জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুনের গাওয়া ‘আমার স্বপ্নগুলো কেন এমন...’ গানে মডেল হয়ে আলোচনায় আসেন তিনি। গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার হাত ধরেই আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে চলচ্চিত্রে অভিনয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন শিউলী শিলা। খালেদা আক্তার কল্পনার মাধ্যমেই তিনি ইলিয়াস কোবরা পরিচালিত ‘ভাইয়া নাম্বার ওয়ান’ সিনেমাতে অভিনয় করেছিলেন। এরপর শিউলী শিলা ‘প্রেম কয়েদি’, ‘নিঃশ^াস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘পাওয়ার’, ‘অনিশ্চিত যাত্রা’, ‘জাদরেল সন্তান’সহ আরো বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন। পরবর্তীতে আরো মিউজিক ভিডিওতে এবং নাটকে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছিলেন শিউলী শিলা। শুরু থেকে এখন পর্যন্ত খালেদা আক্তার কল্পনার সাথে চমৎকার সম্পর্ক বিদ্যমান। খালেদা আক্তার কল্পনাকে মায়ের মতোই শ্রদ্ধা করেন, ভালোবাসেন শিলা। ঠিক তেমনই কল্পনাও শিলাকে মেয়ের মতোই স্নেহ করেন, আদর করেন। তবে এই মুহূর্তে অভিনয়ে শিলাকে কম দেখা গেলেও একটি ভালো গল্পের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রবল আগ্রহ তার।
শিলা বলেন, ‘যতগুলো সিনেমাতে অভিনয় করেছি আমি সত্যি বলতে কি মনের ক্ষুধা মেটানোর মতো অভিনয় করতে পারিনি আমি। তাই এই আফসোসটি আমার মনের ভেতর রয়েই গেছে। অনেকেই সিনেমাতে অভিনয় করতে বলেন। কিন্তু এখন আসলে কোনোরকম সিনেমাতে একটি চরিত্রে কাজ করার সুযোগ পেলেই হলো, এমন হলে অভিনয় করতে চাই না। চাই একটি ভালো গল্প এবং নিজেকে যথাযথভাবে উপস্থাপনের মতো মনের মতো একটি চরিত্র। নায়িকাই হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সিনেমাটিতে যেন চরিত্রটির যথেষ্ট গুরুত্ব থাকে, এমন সিনেমাতে কাজ করতে চাই।’ এ দিকে খালেদা আকতার কল্পনার গল্পে ও পরিচালনায় শিউলী শিলা এবার দু’টি নাটকের কাজ শেষ করেছেন। নাটক দু’টি হচ্ছে ‘প্রেমিক বাইকওয়ালা’ ও ‘কলগার্ল’। দু’টি নাটকেরই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা। এ দিকে একটি মন্ত্রণালয়ের আওতাধীন দু’টি তথ্যচিত্রের কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন তিনি। শিলা জানান, মা ও শিশুর পুষ্টিকর খাবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধীদের ভাতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অসহায় ও এতিম শিশুদের জন্য এতিমখানা বিষয়ে দৃষ্টি আকর্ষণসহ আরো বেশ কয়েকটি সমাজসচেতনতা বিষয়ে তথ্যচিত্রে অভিনয় করছেন তিনি। এগুলো নির্মাণ করছেন সাইফুদ্দিন ও মনিরুজ্জামান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা