রোজিনার ‘ফিরে দেখা’ মুক্তির জন্য প্রস্তুত
- সাকিবুল হাসান
- ০১ জুন ২০২৩, ০০:০৫
জনপ্রিয় নন্দিত নায়িকা ও পরিচালক রোজিনা পরিচালিত প্রথম সিনেমা (সরকারি অনুদানে নির্মিত) ‘ফিরে দেখা’ মুক্তির জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। রোজিনা জানালেন, আগামী ১৬ জুন সিনেমাটি দেশের হলে হলে মুক্তি দেয়ার জন্য তার সব ধরনের প্রস্তুতিই সম্পন্ন। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন রোজিনা নিজেই। তবে এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন মুজতবা সউদ। সিমোটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ আরো অনেকে। রোজিনা জানান, আগামী ১০ জুন তিনি তার নির্মিত ‘ফিরে দেখা’ সিনেমার মুক্তি উপলক্ষে বিকেল ৪টায় বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যাতে সিনেমার সকল শিল্পী-কলাকুশলীরা উপস্থিত থাকবেন। প্রথমবার সিনেমা নির্মাণ, সিনেমাটি দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান ও অন্যান্য প্রসঙ্গে রোজিনা বলেন, ‘এর আগেও আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করেছি। তবে সিনেমা এবারই প্রথম পরিচালনা করেছি। নাটক টেলিফিল্ম নির্মাণ করা ততটা চ্যালেঞ্জিং নয়, সিনেমার মতো বড় ক্যানভাসে গল্প গুছিয়ে নির্মাণ করা অনেক কঠিন। তাও আবার ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা। আমার ছোটবেলা কেটেছে রাজবাড়ীর গোয়ালন্দতে নানাবাড়িতে। আমি নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেছি। তো নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখার সেই গল্পও উঠে এসেছে ফিরে দেখা সিনেমায়। বিশেষত এই প্রজন্মের তরুণ-তরুণীদের এ সিনেমাটি দেখা উচিত এ কারণেই যে আমরা কত কষ্ট করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছি। আমি কৃতজ্ঞ এই সিনেমার সব শিল্পী কলাকুশলীর প্রতি। তারা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন।’ উল্লেখ্য, এর আগে ‘রোজিনা ফিল্মস’ থেকে ‘জীবনধারা’ ও ‘দোলনা’ সিনেমা প্রযোজনা করেছিলেন রোজিনা। আলমগীর রোজিনা অভিনীত শিবলী সাদিক পরিচালিত ‘দোলনা’ সিনেমাটি এখনো দর্শকের কাছে ভীষণ প্রিয়। এ সিনেমার ‘তুমি আমার কতো চেনা সে কী জানোনা’ গানটি এখনো দর্শকের কাছে ভীষণ প্রিয়। বাংলাদেশের সিনেমার গানে এই গান এক মাইলফলক গান। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর সঙ্গীত করেছিলেন আলম খান। গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন ও এন্ডু কিশোর। এ দিকে শৈশবের স্মৃতিবিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি করেছেন তিনি। তুরস্কের নকশায় করা মসজিদটির নাম দিয়েছেন তিনি নিজের মায়ের নামে- ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে গতবছর ১ এপ্রিল জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা