২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রূপার আহ্বানে কবিতায় বঙ্গবন্ধু অনুষ্ঠিত

রূপার আহ্বানে কবিতায় বঙ্গবন্ধু অনুষ্ঠিত -

গত ২৩ মে ছিল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তিতে ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তিতে বঙ্গবন্ধুকে নিবেদিত বিশেষ আবৃত্তির আয়োজন ‘কবিতায় বঙ্গবন্ধু’। ‘বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ’র সদস্য সচিব দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক রূফা চক্রবর্তীর অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপির উপস্থিতিতে সিদেনি সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ’র আহ্বায়ক বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। আবৃত্তি আয়োজনে আবৃত্তি ও কবিকণ্ঠে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করা হয়। অনুষ্ঠানে সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এই দিনটিকে আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে। এই বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সংস্কৃতি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের প্রত্যেক সদস্য ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। রূপা চক্রবর্তী বলেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্ণ’র বিশেষ এই দিনটিকে আমরা গভীর শ্রদ্ধা, অনন্য মর্যাদায় ও গৌরবের সাথে পালন করার চেষ্টা করেছি।


আরো সংবাদ



premium cement