২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘নুসাইবা’তে নাম ভূমিকায় তানিয়া বৃষ্টি

‘নুসাইবা’তে নাম ভূমিকায় তানিয়া বৃষ্টি -

আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য তানিয়া বৃষ্টিকে নিয়ে নাম ভূমিকায় একটি নাটক নির্মাণ করেছেন মেধাবী, তরুণ নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব। নাটকের নাম ‘নুসাইবা’। নুসাইবা শব্দের অর্থ সৌভাগ্যবতী। নাটকটি রচনা করেছেন মারুফ হোসেন সজীব নিজেই। এতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। সাম্প্রতিক সময়ে অনেকেই অভিনয়ে ভালো করছেন। চরিত্রানুযায়ী অভিনয়েও নিজেদের মেধাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু কেন নুসাইবাতে নাম ভূমিকায় তানিয়া বৃষ্টিকে নিয়েই কাজ করলেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক মারুফ হোসেন সজীব বলেন, ‘সত্যি বলতে কী, তানিয়া বৃষ্টির সাথে দীর্ঘদিন এই নাটক নিয়ে কথা হচ্ছিল। তাকে ভেবেই মূলত এই নাটকটির গল্প লেখা। পরবর্তীতে তাকে নিয়েই নাটকটি নির্মাণ করি। নিঃসন্দেহে বৃষ্টি খুব ভালো একজন অভিনেত্রী। মূল কথা, বৃষ্টি পরিচালক কী চায় তা বুঝতে পারে এবং সেই অনুযায়ীই বৃষ্টি চরিত্রটি তার অভিনয়ের সবটুকু দিয়েই ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমি এতটুকু বলতে পারি- নুসাইবাতে নাম ভূমিকায় বৃষ্টি তার অভিনয়ের সর্বোচ্চটাই উপহার দেয়ার চেষ্টা করেছে। যে কারণে আমি নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালোবাসা ও শ্রেণিবৈষম্যের গল্প নিয়ে মূলত নুসাইবা নাটকটি নির্মিত হয়েছে। যেহেতু আমাকে ঘিরেই মূলত নাটকের গল্প। তাই নাটকটিতে কাজ করার আগে আমার নিজেরই প্রস্তুতি ছিল যেন চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি। এর গল্প রচনার সময়কাল থেকেই পরিচালকের সাথে আমার কথা হচ্ছিল। অনেক যতœ নিয়ে মাথা ঠাণ্ডা রেখে মারুফ হোসেন সজীব নাটকটি নির্মাণ করেছেন। বলা যায় আমার খুব প্রিয় গল্পের একটি নাটক এটি। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে। এখন শুধু প্রচারের অপেক্ষায় আছি আমি। আশা করছি দর্শক এ নাটকে আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন, ইনশাআল্লাহ।’


আরো সংবাদ



premium cement