তারিক আনাম খানের সাথে সতীর্থ রহমান
- বিনোদন প্রতিবেদক
- ২৭ মার্চ ২০২৩, ০০:০৫
দীর্ঘদিন পর দেশবরেণ্য গুণী অভিনেতা, নির্মাতা তারিক আনাম খানের সাথে একই ধারাবাহিকে অভিনয় করলেন নির্মাতা, অভিনেতা সতীর্থ রহমান রুবেল। প্রতিদিনের ধারাবাহিকে ‘আনারকলি’ তারিক আনাম খানের সাথে একই ধারাবাহিকে আবারো অভিনয়ের সুযোগ পেলেন রুবেল। নাটকটি রচনা করেছেন রশীদ ইকবাল। পরিচালনা করছেন ইসমত আরা চৌধুরী শান্তি। দীর্ঘদিন পর সতীর্থ রহমান রুবেল তারিক আনাম খানের সাথে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত। সতীর্থ রহমান বলেন, ‘তারিক আনাম খান ভাই দেশের একজন খ্যাতনামা অভিনেতা, নির্মাতা। ভীষণ গুণী একজন অভিনেতা তিনি, মেধাবী তো বটেই। তার সাথে অভিনয় করতেই মূলত দেশের বাইরে থেকে শুটিংয়ের আগের দিন আমি চলে আসি। তারিক ভাইয়ের সাথে অভিনয় করার সুযোগ সবসময় আসে না কিংবা হয়েও উঠে না। তো, আমার পরম সৌভাগ্য যে, তারিক ভাইয়ের সাথে আবারো অভিনয় করছি। প্রতিটি দৃশ্যেই তার কাছ থেকে অভিনয় শেখার চেষ্টা করি। তিনি এত বড় মাপের একজন অভিনেতা হয়েও কত সহজ একজন শিল্পী, যার সহযোগিতায় আমরা আমাদেরকে সমৃদ্ধ করি। ধন্যবাদ পরিচালক ইসমত আরা চৌধুরী শান্তিকে আমাকে এই ধারাবাহিকে কাজ করার সুযোগ দেয়ার জন্য।। ধন্যবাদ আনারকলির পুরো ইউনিটকে।’ জানা যায়, শিগগিরই এই ধারাবাহিকটি একটি নতুন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে তারিক আনাম খান সম্প্রতি প্রথমবারের মতো ‘শিক্ষাগুরু সম্মাননা-২০২৩’-এ ভূষিত হয়েছেন। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ও মাদিহা মার্সিহা অ্যাভারটাইজিংয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরিফিন সিদ্দিকের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা