মৌমিতার কণ্ঠে বেগম আখতারের ‘জোছনা করেছে আড়ি’
- বিনোদন প্রতিবেদক
- ২৭ মার্চ ২০২৩, ০০:০৫
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌসি মৌমিতা এবার তার নিজের কণ্ঠে তুলে নিলেন বেগম আখতারের (আখতারী বাঈ ফাইজাবাদী, জন্ম ১৯১৪-মৃত্যু ১৯৭৪, ভারতে কুইন অব গজলস হিসেবেও পরিচিত) গাওয়া জনপ্রিয় গান ‘জোছনা করেছে আড়ি’ গানটি। এরই মধ্যে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। নতুন করে সঙ্গীতায়োজনে গানটিতে গিটার বাজিয়েছেন শাফাত শামস, বেজ গিটার বাজিয়েছেন ডি এ রেইন এবং কহোন বাজিয়েছেন তানভীর হাসান তুফান। সব যন্ত্রশিল্পীদের আন্তরিক অংশগ্রহণে ফেরদৌসি মৌমিতার কণ্ঠে বেগম আখতারের গাওয়া ‘জোছনা করেছে আড়ি’ গানটি শ্রোতা দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। এমন একটি গান কাভার করা প্রসঙ্গে মৌমিতা বলেন, ‘পরম শ্রদ্ধাভাজন শিল্পী বেগম আখতারের প্রতি শ্রদ্ধা রেখে তাকে উৎসর্গ করেই আমি গানটি কাভার করেছি। আমি জানি আমি ভালো গাইতে পারিনি। কিন্তু ভালো গাওয়ার চেষ্টা ছিল আমার। গানটি ইউটিউবে প্রকাশের পর কেউ কেউ ভালো বলছেন, এটিই আমার প্রাপ্তি। এটি সত্যি, গান নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি না সেই স্বপ্ন কতটুকু পূরণ করতে পারব। তবে গানের জন্য আমি নিবেদিত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা