২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্বাধীনতা দিবস চম্পার গান ‘সে দেশ কোথায় আছে’

-

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস। এ উপলক্ষে মিষ্টি কণ্ঠের শিল্পী চম্পা বণিকের কণ্ঠে এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেলো তার নতুন দেশাত্মবোধক গান ‘সে দেশ কোথায় আছে’। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলী এবং সঙ্গীতায়োজন করেছেন পুলক বড়–য়া। চম্পা বণিক বলেন, ‘স্বাধীনতার এই মাসে এত সুন্দর একটি গানের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য অনেক অনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা শেখ নজরুল ভাইয়ের প্রতি। গানের কথা এমন- আহা সকালে কাটে পাখির সাথে-দুপুর কাটে গাছে-বিকেল কাটে নদীর সাথে-সে দেশ কোথায় আছে, এমন কথার গানটি গাইতে গিয়েই আমার মন ভরে যায়। কারণ বহুদিন পর এমন চমৎকার কথার গান গাইলাম। কথার সাথে সুরটাও এতটাই মনের মতো হয়েছে যে, আমি নিজেই বারবার গাইছি। নিজের গান নিজেরই শোনা হয়, এটিই স্বাভাবিক। কিন্তু এই গানটি যেন একটু বেশিই শুনছি আমি। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। অনেকেই গানটির জন্য বেশ প্রশংসা করছেন। আমার কাছে মনে হয় দেশাত্মবোধক গানের ক্ষেত্রে আগামীতে এই গানটিও বিশেষভাবে উল্লিøখিত হবে।


আরো সংবাদ



premium cement