২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ওয়ারফেইজের নতুন গান ‘মা’

-

দেশের অন্যতম জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেইজ’। সাড়ে চার মাস পর তারা নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার এ মাসেই প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’। গানটির গীতিকার কবি মুক্তিযোদ্ধা নয়ীম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সঙ্গীতায়োজন ও পরিবেশনায় ‘ওয়ারফেইজ’। গানটি প্রকাশ করবে রেকর্ড লেবেল-লয় রেকর্ডস। ব্যান্ড ‘ওয়ারফেইজ’র সদস্যরা বলেন, ‘শ্রদ্ধেয় নয়ীম গহর স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন গীতিকবি। তার বহু গান আজও বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণায় জুড়ে আছে। যেমন- ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ ইত্যাদি। মা’ গানটা রচিত হয়েছিল স্বাধীনতার আগে, এ গানটি তার সর্বশেষ দেশের কবিতা থেকে আমরা গানে রূপান্তর করেছি।’ তাদের সম্মিলিত অনুভূতি, ‘আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করছি, বহুমুখী প্রতিভার অধিকারী শ্রদ্ধেয় নয়ীম গহরের লেখা গান করতে পেরেছি। সে জন্য আমাদের ব্যান্ডের পক্ষ থেকে তার পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদিও তিনি আমাদের মাঝে নেই, তিনি এ গানটি শুনলে আমাদের আরো ভালো লাগত।’ ‘ওয়ারফেইজ’-এর দলনেতা-ড্রামার এবং লয় রেকর্ডসের ফাউন্ডার ও কর্ণধার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘আমরা গত বছর বলেছিলাম, ২০২৩ থেকে প্রতিনিয়ত গান প্রকাশ করব। সেই কথা অনুযায়ী ‘মা’ গানটি আসছে। যদিও এটি প্রকাশ করার কথা ছিল গত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। তবে যেহেতু স্বাধীনতার মাস মার্চ, তাই এই মাসই শেষ পর্যন্ত বেছে নিলাম।’ টিপু জানান, আগামী ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারফেইজ টিভি ও লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি এটি শোনা যাবে স্পটিফাই, আইটিউনসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। এর আগে ১৯ মার্চ থেকে স্বাধীন মিউজিক অ্যাপে বিশ্বব্যাপী তিন দিনের জন্য এক্সক্লুসিভলি গানটির অডিও প্রকাশ হচ্ছে।


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল