২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঈদে বকুলপুরের বিশেষ ৭ পর্ব

ঈদে বকুলপুরের বিশেষ ৭ পর্ব -

গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ দীপ্ত টিভিতে প্রচারিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’-এর জন্য দীপ্ত টিভিরই সম্মাননা লাভ করেছিলেন একজন পরিচালক হিসেবে। দর্শকের কাছে করোনা মাহামারী শুরু হওয়ার আগেই বকুলপুর ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পায়। কিন্তু করোনার কারণে এর প্রচার বন্ধ হয়ে যায়। দর্শকের অনুরোধে আবারো এই ধারাবাহিকের প্রচার শুরু হয়। আর এখন বেশ কয়েকটি আলোচিত ধারাবাহিকের মধ্যে ‘বকুলপুর সিজন টু’ অন্যতম। এরই মধ্যে আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য এই ধারাবাহিকের বিশেষ সাতপর্ব নির্মাণের কাজ শুরু হয়েছে ঢাকার অদূরে মানিকগঞ্জে। ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিয়েছেন আখম হাসান, নাদিয়া আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, শ্যামল মাওলা, নায়মা আলম মাহাসহ আরো অনেকে। ধারাবাহিকটিতে আখম হাসান ঘুড্ডি তালকুদার, নাদিয়া দিবা, মৌ আসমা, শ্যামল টেডি এবং মাহা ঝুমুর চরিত্রে অভিনয় করছেন। প্রত্যেকেই যার যার চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন বলে জানান। তবে ঈদের জন্য বিশেষ সাত পর্ব নির্মাণ করাতে শিল্পীরাও যেন আরো একটু বেশি উচ্ছ্বসিত এবং বিশেষ সাত পর্ব প্রচারেরও অপেক্ষায় তারা। নাদিয়া বলেন, ‘এটি সত্যিই বলতে হয়, বকুলপুর নাটকের জন্য আমি অভূতপূর্ব সাড়া পাই। বিশেষত আমার দিবা চরিত্রটির জন্য আমি অনেক সাড়া পাই। দেশ বিদেশের অনেক দর্শক প্রতিনিয়ত আমার পেইজে, আমার আইডিতে এই ধারাবাহিকটি নিয়ে অনেক লেখালেখি করেন। দর্শকের চাহিদার কারণেই এই নাটকটি দীপ্ততে আবার প্রচার শুরু হলো। আর এবার ঈদের জন্য বিশেষ সাত পর্ব। দর্শক বিশেষ এই সাত পর্বে নতুনত্ব পাবে।’ মৌ বলেন, ‘ঈদ উপলক্ষে বকুলপুরে যাত্রাদল আনবে। এসে প্রিন্সেসরা নাচবে। কিন্তু আসমা ও আরো কয়েকজন চান না গ্রামে যাত্রাদল আসুক। এ নিয়েই মূলত গল্প এগিয়ে যাবে ঈদের বিশেষ সাত পর্বের। গল্পটি ঈদের সময় দারুণ জমে উঠবে বলেই আমার মনে হচ্ছে। কায়সার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে নিয়ে ঈদের জন্য বিশেষ পর্ব নির্মাণের জন্য। সত্যি তিনি অনেক শ্রম দিচ্ছেন।’


আরো সংবাদ



premium cement