০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ইমরানের নতুন তিন গান

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল এই মুহূর্তে লন্ডনে আছেন। সেখানে এরই মধ্যে একটি স্টেজ শোতে পারফর্ম করে দর্শকের মনে মুগ্ধতার রেশ ছড়িয়ে দিয়েছেন। আর এরই মধ্যে ইমরান তার ভক্ত দর্শকের জন্য নতুন তিনটি গান নিয়ে এলেন। গান তিনটি হচ্ছে ‘মেঘের নৌকা’, ‘মন ময়ূরী’ ও ‘একাকী’। এর মধ্যে মেঘের নৌকা ও মন ময়ূরী গান দু’টি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘মেঘের নৌকা’ গানটি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার। যে পরিচালকের ‘বিশ^সুন্দরী’ সিনেমায় এর আগে গান সুর করে ও গান গেয়ে ইমরান প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মেঘের নৌকা গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আবার মন ময়ূরী গানটি সংগ্রহ এবং গানটিতে আরো সম্পৃক্ত হয়েছেন মঞ্জু মান আরা। গানটির সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। একাকী গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন দোলান মৈনাক্ক। প্রথম দু’টি গানে তার সহশিল্পী কোনাল। তিনটি গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘সিনেমার গানটির কথা দারুণ। আসিফ ইকবাল ভাইয়ের গানের কথার প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা রয়েছে। আমি চেষ্টা করেছি মনের মতো গানটির সুর সঙ্গীত করতে। আমি আর কোনাল ভীষণ ভালোলাগা নিয়ে গানটি গেয়েছি। আর মন ময়ূরী গানটিও এক কথায় অসাধারণ। কলকাতার গানটি ডাল বাটি চুরমা সিনেমার গান। এই গানটি শিগগিরই প্রকাশ পাবে।


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহে পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১ উখিয়ায় আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলি, গলা কেটে হত্যা ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনমন্ত্রী রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন’ উজানী ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্থানীয়দের মাঝে আতঙ্ক একতরফা নির্বাচনের জন্য বাগান সাজিয়েছে সরকার : মির্জা ফখরুল ঝালকাঠির নলছিটি খাল থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ নেই ইউরোপীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সখীপুরে প্রতিবন্ধীর দোকানে হামলা-ভাঙচুর রূপপুর বিদ্যুৎকেন্দ্রের 'গ্র্যাজুয়েশন সেরিমনি'তে রাশিয়ার রোসাটম থেকে ইউরেনিয়ামের নতুন ব্যাচ গ্রহণ ভারতে ভাঙল তিস্তার বাঁধ, লালমনিরহাটে হতে পারে ভয়াবহ বন্যা

সকল