২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

ইমরানের নতুন তিন গান

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল এই মুহূর্তে লন্ডনে আছেন। সেখানে এরই মধ্যে একটি স্টেজ শোতে পারফর্ম করে দর্শকের মনে মুগ্ধতার রেশ ছড়িয়ে দিয়েছেন। আর এরই মধ্যে ইমরান তার ভক্ত দর্শকের জন্য নতুন তিনটি গান নিয়ে এলেন। গান তিনটি হচ্ছে ‘মেঘের নৌকা’, ‘মন ময়ূরী’ ও ‘একাকী’। এর মধ্যে মেঘের নৌকা ও মন ময়ূরী গান দু’টি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘মেঘের নৌকা’ গানটি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার। যে পরিচালকের ‘বিশ^সুন্দরী’ সিনেমায় এর আগে গান সুর করে ও গান গেয়ে ইমরান প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মেঘের নৌকা গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আবার মন ময়ূরী গানটি সংগ্রহ এবং গানটিতে আরো সম্পৃক্ত হয়েছেন মঞ্জু মান আরা। গানটির সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। একাকী গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন দোলান মৈনাক্ক। প্রথম দু’টি গানে তার সহশিল্পী কোনাল। তিনটি গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘সিনেমার গানটির কথা দারুণ। আসিফ ইকবাল ভাইয়ের গানের কথার প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা রয়েছে। আমি চেষ্টা করেছি মনের মতো গানটির সুর সঙ্গীত করতে। আমি আর কোনাল ভীষণ ভালোলাগা নিয়ে গানটি গেয়েছি। আর মন ময়ূরী গানটিও এক কথায় অসাধারণ। কলকাতার গানটি ডাল বাটি চুরমা সিনেমার গান। এই গানটি শিগগিরই প্রকাশ পাবে।


আরো সংবাদ


premium cement
অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় যেভাবে পোল্ট্রির বাজার নিয়ন্ত্রণে নিচ্ছে করপোরেট কোম্পানিগুলো স্বাধীনতা দিবসে বিজয়ী লাল দল বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার পরীক্ষা করা ৫৬ নদীর সবকটিই অতিমাত্রায় দূষিত, ৩টির অবস্থা ভয়াবহ ‘সিতারা-ই-ইমতিয়াজে’ ভূষিত হলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা হানিফ জলান্ধরি (ভিডিও) টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, মারা গেলেন বড় ভাই রাজনগরে কাঁচা রাস্তা পাকার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল সদ্যবিবাহিত পিটিআই কর্মকর্তার কৃচ্ছ্রতা, সংযম ও আত্মশুদ্ধির মাসে বৈপরীত্য যুক্তরাষ্ট্রে ভারতীয় সাংবাদিকের ওপর খালিস্তানিদের হামলা

সকল