১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

কোটির ঘরে লুইপা-সিয়ামের ‘জেন্টলম্যান’

লুইপা-সিয়মে -

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার গাওয়া অন্যতম জনপ্রিয় মৌলিক গান ‘জেন্টলম্যান’ ইউটিউবে প্রকাশিত হয়েছিল। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, সুর সঙ্গীত করেছিলেন আকাশ সেন। গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছিল মানিকগঞ্জে একটি জমিদার বাড়িতে। এতে লুইপার সাথে মডেল হয়েছিলেন দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সিয়াম আহমেদ। ২০১৮ সালের পয়লা বৈশাখে প্রকাশিত এই গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রায় পাঁচ বছরের গানটির পথচলায় এরই মধ্যে ৯৯ লাখ ৯৮ হাজার ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। আর কয়েক দিনের মধ্যেই গানটি কোটির ঘর অতিক্রম করবে। আর এই গানের মধ্য দিয়েই লুইপার এই গান একটি মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে। এরই মধ্যে লুইপার গাওয়া ‘রঙ্গিলা হাওয়া’ গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই গানটি লিখেছেন এ মিজান, সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। বর্তমানে লুইপা স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত। ঝিনাইদহ ক্যাডেট কলেজসহ ঢাকায় এবং ঢাকার আশপাশে বেশ কয়েকটি স্থানে স্টেজ শোতে পারফর্ম করেছেন তিনি। পাশাপাশি টিভি শোতেও সঙ্গীত পরিবেশন করছেন।


আরো সংবাদ



premium cement

সকল