২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডা: আশীষের উদ্যোগে ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’

-

রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী শুধু একজন ডাক্তারই নন, এর পাশাপাশি তিনি সংস্কৃতিবান্ধব একজন মানুষ। সংস্কৃতি অঙ্গনের সফল ব্যক্তিত্বদের সাথে তার দারুণ সখ্য। এর আগেও তারই উদ্যোগে বিশেষ বিশেষ দিবসে তিনি বিভিন্ন শো করেছেন ঢাকায় ও ঢাকার বাইরে। এবার জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদকে নিয়ে তিনি একটি কনসার্ট করতে যাচ্ছেন। যার শিরোনাম ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’। এই উপলক্ষে এরই মধ্যে গত বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের অডিটোরিয়ামে মাকসুদকে সাথে নিয়ে ডা: আশীষ কুমার চক্রবর্তী বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামবার সভাপতি ও ব্যান্ডদল মাইলসের কর্ণধার হামিন আহমেদ, ফিডব্যাকের দলনেতা প্রখ্যাত সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মো: কাজী রফিকুল আলমসহ আরো অনেকে। আগামী ১৮ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মাকসুদের এই কনসার্ট অনুষ্ঠিত হবে। জীবনের এই পর্যায়ে এসে এমন একটি আয়োজন প্রসঙ্গে ব্যান্ড তারকা মাকসুদ বলেন, ‘একজন শিল্পীর জীবনে তার কর্মজীবনের ৪৫ বছর খুব সহজে আসে না। কিন্তু আমার জীবনে এসেছে। ’৭৮ সালে আমি ফিডব্যাকে যোগ দিয়েছিলাম। সেই হিসাবে এই বছর আমার ৪৫ বছর হয়েছে। ডা: আশীষের সাথে আমার পরিচয় তিন দশকেরও বেশি।

 


আরো সংবাদ



premium cement