২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বশীর আহমেদ সম্মাননা পাচ্ছেন আবদুল হাদী

-

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী বশীর আহমেদের স্মৃতি স্মরণে বিগত তিন বছর ধরে টানা হয়ে আসা ‘বশীর আহমেদ সম্মাননা-২০২২’। গতকাল বিকেলে মাগরিব নামাজের পর রূপা চক্রবর্তীর উপস্থাপনায় এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বশীর আহমেদের দুই সন্তান হোমায়রা বশীর ও রাজা বশীর। কোনো সঙ্গীতশিল্পীর সন্তানদের নিজ উদ্যোগে বাবার নামে সম্মাননা ধারাবাহিকভাবে দেয়া বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম। বিষয়টি নিয়ে হোমায়রা ও রাজা দু’জনই বেশ আবেগাপ্লুত। এবার বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুুল হাদী ‘বশীর আহমেদ সম্মাননা-২০২২’-এ ভূষিত হন। এ ছাড়া সঙ্গীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গীতিকার মোহাম্মদ রফিক উজ জামান, যন্ত্রশিল্পী সুনীল চন্দ্র দাস, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ আরো কয়েকজন সম্মাননায় ভূষিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো: আবদুর রহিম খান। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও মুনাজাত করেন হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম। অনুষ্ঠান স্মৃতিচারণ পর্বে স্মৃতিচারণ করেন হোমায়রা বশীর ও রাজা বশীর। সম্মাননা প্রদান পর্ব শেষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দিঠি আনোয়ার, সমরজিৎ রায়, প্রিয়াঙ্কা গোপ, মেসবাহ আহমেদসহ আরো অনেকে। হোমায়রা ও রাজাও সঙ্গীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন সৈয়দা নাজনীন আখতার। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা দেয়া প্রসঙ্গে হোমায়রা বশীর ও রাজা বশীর বলেন, ‘বাবার আদর্শকে মাথায় নিয়েই আমরা দুই ভাই-বোন এগিয়ে চলেছি সামনের পথে। দুই ভাই-বোনই শুদ্ধ সঙ্গীতচর্চা করছি। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সালের ১৭ নভেম্বর এই সম্মাননা চালু হয়েছিল। মাঝে দুই বছর করোনার কারণে সরাসরি সম্মাননা তুলে দিতে না পারলেও এ বছর সরাসরি দিতে পেরেছি বিধায় আরো বেশি ভালোলাগা কাজ করছে। তবে এবার বিগত দিনের ক্যাটাগরির সাথে নতুন আরো একটি ক্যাটাগরি যুক্ত হয়েছে। তা দর্শক অনুষ্ঠানে আসলেই জানতে পারবেন। আর শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী আমাদের প্রিয় মানুষ সৈয়দ আবদুুল হাদী চাচাসহ আরো যাদের সম্মাননা দিতে পেরেছি তাদের প্রতিও অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল।’


আরো সংবাদ



premium cement