২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মা-ই আমার পৃথিবী, দোয়া চাই : শিলা

মা-ই আমার পৃথিবী, দোয়া চাই : শিলা -

অনেক দিনের শখ ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাবেন তিনি। গেলেনও পরিকল্পনা করে বন্ধুদের সাথে; কিন্তু যেতে না যেতেই আবার দ্রুত সুনামগঞ্জ থেকে ঢাকায় ফিরতে হলো চিত্রনায়িকা শিরীন শিলাকে। কারণ তিনি যখন টাঙ্গুয়ার হাওরে, তখন হঠাৎ তার মা অসুস্থ হয়ে যান। শিলার ছোট ভাই সোহেল দ্রুত মাকে হাসপাতালে ভর্তি করেন (বনশ্রীর ফরায়েজী হাসপাতালে)। প্রথম দিকে ধারণা করা হয়, হয়তো ডেঙ্গু হয়েছে। কিন্তু যেদিন ভর্তি হলেন সেদিন রাতেই জানা গেল তার মায়ের ডেঙ্গু হয়নি। সুনামগঞ্জ থেকে ফেরার পথেই শিলা শুনতে পান, তার মায়ের ডেঙ্গু হয়নি। কিন্তু তার মায়ের শরীরে অন্যান্য জটিলতা রয়েছে। যার চিকিৎসা ফরায়েজী হাসপাতালে করানো যাচ্ছিল না। যে কারণে বারডেম হাসপাতালে শিলার মাকে স্থানান্তর করা হয়। সেখানে কয়েক দিন ডাক্তারদের চিকিৎসার পর অনেকটাই সুস্থ হওয়ার পর এরই মধ্যে মাকে বাসায় নিয়ে যান শিলা ও তার ভাই সোহেল। শিরীন শিলা বলেন, ‘সত্যি বলতে কী, আমার আম্মুই আমার পৃথিবী। আম্মুর মুখের হাসিটুকু দেখার জন্যই আমি কষ্ট করি। আম্মু সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক- এটিই চাই। কারণ বাবা মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করেছেন। তাকে বাকিটা জীবন সুখে রাখতে চাই, শান্তিতে রাখতে চাই। হয়তো মাঝে মধ্যে আমার ভুল হয়ে যায়, আম্মুর কাছে ক্ষমাও চাই। এটি হয়তো বলা হয় না যে, আম্মুকে আমি আসলে কতটা ভালোবাসি।


আরো সংবাদ



premium cement