২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গাজী মাজহারুল স্মরণে বিএফডিসিতে আলোচনা সভা

গাজী মাজহারুল আনোয়ার এই পৃথিবীর মায়া কাটিয়ে গত ৪ সেপ্টেম্বর পাড়ি জমিয়েছেন পরপারে -

বাংলাদেশের বরেণ্য গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার এই পৃথিবীর মায়া কাটিয়ে গত ৪ সেপ্টেম্বর পরপারে পাড়ি জমিয়েছেন। ওই দিন সকালে তিনি ইন্তেকাল করার পর বিকেলে আমেরিকা থেকে তার মেয়ে দিঠি আনোয়ার দেশে ফেরেন। পরে তাকে বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়। তার আগে সকালে রাজধানীর শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও গার্ড অব অনার দেয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে। এরপর বিএফডিসিতে (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) তার প্রথম নামাজে জানাজা, চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা ও গুলশান আজাদ মসজিদে বাদ আসর তৃতীয় নামাজে জানাজার পর তাকে দাফন করা হয়। এ দিকে আজ বেলা ১১টায় বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাবে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, জানালেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল বলেন, ‘আব্বুর দীর্ঘ দিনের কর্মস্থল বিএফডিসিতে আব্বুর সাথে বহুবার গেছি। অনেক স্মৃতি এফডিসিকে ঘিরে। আর আব্বুর তো স্মৃতির ভাণ্ডার এই বিএফডিসি। আব্বুর কর্মস্থলে এই স্মরণ সভার আয়োজন করার উদ্যোগ নেয়ায় ভালো লাগছে। যারা এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে আন্তরিকতার সাথে সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা।’ দিঠি আনোয়ার বলেন, ‘আমার আব্বুর প্রতি যারা সম্মান প্রদর্শন করছেন প্রতিনিয়ত তাদের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে অসীম শ্রদ্ধা, ভালোবাসা। এফডিসির পরিচালক সমিতির এই আয়োজনে আমরা খুশি। শুধু সবার কাছে দোয়া চাই আব্বুকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন।’


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল