২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘দাদুর জাদু’তে দাদু তিনি...

‘দাদুর জাদু’তে দাদু তিনি... -

খায়রুল আলম সবুজ, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি একজন নাট্যাভিনেতা। বলা যায়, বহু বছর পর কোনো নাটকের নাম ভূমিকায় তিনি অভিনয় করেছেন। নাটকের নাম ‘দাদুর জাদু’। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন ও নির্মাণ করেছেন আরিফ খান। এরই মধ্যে খায়রুল আলম সবুজ তার অংশের কাজ প্রায় শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি। নাটকটিতে তার চার ছেলেমেয়ে ও বেশ কয়েকজন নাতি-নাতনিকে দেখা যাবে। নাটকটিকে অভিনয় প্রসঙ্গে খায়রুল আলম সবুজ বলেন, ‘নাটকটির গল্প এককথায় আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভীষণ আবেগি একটি গল্প এটি। আমি দাদুর ভূমিকায় অভিনয় করেছি। মূলত দীর্ঘ দিন আমার ছেলেমেয়েরা আমার নাতি-নাতনীকে নিয়ে আমাকে দেখতে আসে না। তাই আমি অসুস্থতার ভান করি। যে কারণে আমার ছেলেমেয়েরা আমাকে দেখতে আসে। এগিয়ে যায় নাটকের গল্প। ফারিয়া বেশ আন্তরিকতা নিয়ে নাটকটির গল্প রচনা করেছেন। মাঝে মধ্যে স্ক্রিপ্ট পড়ে আমি নিজেই ইমোশনাল হয়ে যাই। ফারিয়ার জন্য অনেক দোয়া। আর নাটকে যারা আমার সহশিল্পী আছেন প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করছে। আসলে এটি একটি পারিবারিক গল্পের নাটক তো, যে কারণে এখানে যারা অভিনয় করছে প্রত্যেকেই আমরা যেন এক পরিবারের হয়েই কাজ করছি। আমার বিশ^াস, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। নাট্যকার হিসেবে ফারিয়া বেশ প্রশংসিত হবে বলে আমার বিশ^াস।’


আরো সংবাদ



premium cement