২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তাদের পরিচয়ের রজতজয়ন্তী

তাদের পরিচয়ের রজতজয়ন্তী -

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব কুমার বিশ^জিৎ ও বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের আরেক অনন্য প্রতিভাধর সঙ্গীতশিল্পী নন্দিত রবি চৌধুরী একই এলাকার। অর্থাৎ দু’জনেরই গ্রামের বাড়ি চট্টগ্রামে। তবে একই এলাকার বলেই যে দু’জনের প্রতি দু’জনের আলাদা মনের টান রয়েছে এমনটি নয়। দু’জনই দু’জনের শিল্পী প্রতিভাকে যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করেন সবসময়। রবি চৌধুরীর ভাষ্যমতে, তার সাথে কুমার বিশ^জিতের পরিচয় আজ থেকে ঠিক ২৫ বছর আগে। সেই থেকে এখন পর্যন্ত কুমার বিশ্বজিতের সাথে রবি চৌধুরীর চমৎকার সম্পর্ক বিদ্যমান। দেশের বাইরে, দেশের মধ্যে নানান অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে বহুবার। এই হিসাব আসলে সংখ্যায় বর্ণনার নয়। কারণ জার্নিটা ২৫ বছরের। রবি চৌধুরী প্রসঙ্গে কুমার বিশ^জিৎ বলেন, ‘রবির কণ্ঠ-একটি অসাধারণ কণ্ঠ, এটি ভীষণ সত্যি। মানুষ হিসেবে খুব ভালো মনের একজন মানুষ। অতীব সহজ সরল ছেলে। তার জন্য আমার সবসময়ই শুভকামনা। তাকে আমি অনেক স্নেহ করি, ভালোবাসি।’ রবি চৌধুরী কুমার বিশ^জিৎ প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘ ২৫ বছর আমার দেখা বিশ^ দা সব বিষয়েই খুবই সচেতন একজন মানুষ। একজন শিল্পী হিসেবে যেন আরো বেশি। বিশেষ করে গানের কথা ও সুরের ব্যাপারে ভীষণ সচেতন। গানের কথা নিয়ে, সুর নিয়ে এত গবেষণা করতে আমি বাংলাদেশের আর কোনো শিল্পীকে দেখিনি। এটি বিশেষ করে অডিও গানের ক্ষেত্রে আমি দেখেছি। আর এমনিতে বিশ^ দা আমার প্রাণের মানুষ। আমি সবসময়ই দোয়া করি তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তার মতো একজন মহান শিল্পীর ইন্ডাস্ট্রিতে আরো দীর্ঘ সময় থাকার প্রয়োজন আছে।’ এ দিকে কুমার বিশ্বজিৎ গত বৃহস্পতিবার রাজধানীর বনানী ক্লাবের একটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকাতেই আরো একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এ দিকে রবি চৌধুরী এক সপ্তাহের জন্য চট্টগ্রাম যাচ্ছেন। ফেরার পর আবারো তিনি গানের কাজে ব্যস্ত হয়ে উঠবেন। ১৯৯১ সালে ‘প্রেম দাও’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সঙ্গীতশিল্পী হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পান রবি চৌধুরী। এখন পর্যন্ত তার ৬৫টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। ১৯৯৫ সালে নাদিম মাহমুদ পরিচালিত ‘আন্দোলন’ সিনেমায় রবি চৌধুরী প্রথম প্লেব্যাক করেন। নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। এ দিকে আগামী নভেম্বরে সঙ্গীত জীবনের ৪০ বছর উপলক্ষে নতুন সঙ্গীতায়োজনে ১০টি গান নিয়ে আসছেন কুমার বিশ^জিৎ। ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে গানগুলো প্রদর্শিত হবে। আরো থাকবে বিশাল আয়োজন।


আরো সংবাদ



premium cement