২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আবারো মঞ্চে শংকর সাওজালের ‘নির্বাসন দণ্ড’

আবারো মঞ্চে শংকর সাওজালের ‘নির্বাসন দণ্ড’ -

শংকর সাওজাল একাধারে একজন অভিনেতা, নাট্যরচয়িতা, নাট্যনির্দেশক ও ফটোগ্রাফার। ভীষণ প্রচারবিমুখ এই গুণীজনের মধ্যে সেই ছোটবেলাতেই অসাম্প্রদায়িক চর্চার চেতনা জাগ্রত হয় তার স্কুল শিক্ষক মমিন উদ্দিন মাস্টার ও ক্যানভাসার (পরে শংকর জানতে পারেন তিনি ছিলেন মূলত একজন কমিউনিস্ট) হাকিম শিকদারের কাছ থেকেই। শংকর সাওজালের স্কুলজীবন কেটেছে পিরোজপুরেই। পরবর্তী সময় চারুকলাতে ভর্তি হলেও কিছু দিন পর তা ছেড়ে দিয়েছেন। একসময় উদীচীর সাথে নিজেকে সম্পৃক্ত করেন। কিন্তু নাটক মঞ্চায়ন নিয়ে তাদের সাথে মতবিরোধ হয় বলে সেখান থেকে বের হয়ে তার স্ত্রী রুমানা রহমানসহ জামি-রুমি, জহির, পুতু, আলমসহ আরো বেশ কয়েকজনকে নিয়ে ‘কারক নাট্যসম্প্রদায়’ নামে নাটকের দল গড়ে তোলেন। এরশাদবিরোধী আন্দোলনে তার দলই প্রথম পথনাটক প্রদর্শন করে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘মহারাজার অনুপ্রবেশ’, ‘টিয়া পাখির সমাচার’, ‘আমরা তোমাদের ভুলব না’, ‘সার্কাস সার্কাস’, নূর হোসেনকে নিয়ে ‘জাগে লক্ষ নূর হোসেন’ এবং এই দলের একমাত্র মঞ্চস্থ নাটক ছিল শংকর সাওজালেরই রচিত ও নির্দেশিত ‘নির্বাসন দণ্ড’। নাটকটি সেই সময়ে ভীষণ সাড়া ফেলেছিল। এখন পর্যন্ত এ নাটকটি ৪০ বার মঞ্চস্থ হয়েছে। এ নাটকে অভিনয়ও করেন তিনি। শংকর সাওজাল জানান, করোনার আগেই আবারো এই নাটক মঞ্চায়নের ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে মাঝপথে এসে থেমে যায়। শংকর সাওজাল জানান, আবারো দ্রুতই নাটকটি মঞ্চে আনা হচ্ছে। সেই প্রস্তুতিই নেয়া হচ্ছে। টিভি নাটকে শংকর সাওজালকে প্রথম দেখা যায় হুমায়ূন আহমেদের দুই পর্বের নাটক ‘কুসুম’-এ।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল