২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চলচ্চিত্র নির্মাণে এত শর্ত কেন : জয়া আহসান

চলচ্চিত্র নির্মাণে এত শর্ত কেন : জয়া আহসান -

‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মামলা, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তির অনুমতি না দেয়া নিয়ে প্রতিবাদমুখর শোবিজ অঙ্গন। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ...গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। সেখানে উপস্থিত ছিলেন জয়া আহসান। তিনি বলেন, ‘কোনো শিল্পকলা আসলেই কি কোনো শর্ত মেনে চলতে পারে? চলচ্চিত্র এত শর্তসাপেক্ষে তৈরি হবে কী করে? প্রাণ-প্রকৃতি নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে। সেই জায়গা থেকে প্রাণ-প্রকৃতি নিয়ে আমি আরো বেশি কথা বলব। তাই বলে কি চলচ্চিত্র বন্ধ করতে হবে?
চারদিকে বন উজাড় হচ্ছে, দিনের পর দিন পশুপাখির সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। এগুলোর বেলায় বন বিভাগ বা প্রশাসন কোথায়? শুধু চলচ্চিত্রের বেলায় প্রশাসনের এত চাপ কেন?’
জয়া আরো প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না? আমরা কি তাহলে গল্প বলব না?’
‘শনিবার বিকেল’ সেন্সর না পাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন জয়া। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে এখন কথা হচ্ছে। এটি নিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। হোলে আর্টিসানের ঘটনা কি আসলে ঘটেনি? ঘটেছে তো। সেগুলো নিয়ে লেখালেখি হয়েছে। কিছু দিন আগে শাহিন আক্তার একটি উপন্যাস রচনা করলেন। সেগুলো কি আমরা আটকাতে পেরেছি? চলচ্চিত্রের বেলায় কী অসুবিধা?
আমার জন্মদিন ১ জুলাই। হোলে আর্টিসানের ঘটনা নিয়ে আমি এতটা ট্রমাটাইজড হয়ে আছি যে, আমার জন্মদিনটা পালন করতে পারি না। আমার মনে হয়, ওই দিনটিতে একটি কালো দাগ লেগে গেছে। এসব নিয়েই আমাদের চলতে হয়। শিল্পচর্চার জায়গায় এত প্রতিবন্ধকতা রাখবেন না। আমাদের কাজ করার পরিবেশ দিন।’


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল