২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

অনেক সুখবর আছে

ঢাকায় ফিরেই বললেন শাকিব
অনেক সুখবর আছে ঢাকায় ফিরেই বললেন শাকিব -

দীর্ঘ ৯ মাস পর গতকাল যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। বিমানবন্দরে ফিরেই পড়ে গেলেন ভক্ত ও মিডিয়াকর্মীদের মচ্ছবে। সেখানেই জানালেন নিজের অনুভূতির কথা। আবেগ সামলে কথা বললেন নতুন ছবি ‘রাজকুমার’সহ নানা প্রসঙ্গে।
শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এতো মিস করেছেন, ভালো বেসেছেন। আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতো দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’
এরপরের প্রশ্নই ছিল- ঢাকায় ফেরার পর এখন কোন কাজগুলোতে নজর দেবেন তিনি। স্মিত হেসেই বললেন, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করবো তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সবসময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনো ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সে দিকটা নিয়ে কাজ করতে হবে।’
৯ মাস পর আমেরিকা থেকে দেশে ফিরলেন তিনি। সেখানে অবস্থান ও কাজ প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল বিশ্ববাজারে বাংলা ছবির ভালো অবস্থান তৈরি করা। এ কারণে একটা ছবির মহরত করেছি নিউ ইয়র্কে। আমেরিকান ক্রু নিয়ে যার কাজ হবে। আরো ইন্টারন্যাশনাল প্রজেক্টসহ নানা কাজ হবে। চাই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক বাংলা ছবি।’
এদিকে শোনা যাচ্ছে দীর্ঘ ৯ মাসের আমেরিকা সফর শেষে, মাত্র মাস তিনেকের জন্য দেশে ফিরেছেন তিনি। নভেম্বরে আবার পাড়ি দেবেন আমেরিকা। বিষয়টি হেসেই উড়িয়ে দেন শাকিব। বলেন, ‘এটা তো আমার দেশ। আমি তো এখানেই থাকবো। আমি কোথায় যাব?’
প্রবাস জীবনে শাকিব খোঁজ রেখেছেন দেশের ছবিরও। তার মতে, সারাবিশ্বেই কোভিডের কারণে বড় ধরনের ঝুঁকির মধ্যে ছিল। যার প্রভাব পড়েছিল বাংলা ছবিতেও। বলেন, ‘কোভিড-পরবর্তী সময়ে ‘স্পাইডারম্যান’ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। বিশ্বের অনেক ছবি ভালো বিজনেস করেছে। আমাদের বাংলা ছবিও ভালো জায়গায় যাচ্ছে।’
বিমানবন্দরে নেমে মুগ্ধও হয়েছেন হালের বাংলা ছবির শীর্ষ এ নায়ক। উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ঠিক জানতাম না, এত লোকজন আসবে। ফেসবুকে অত ডিটেইল কিছু দেখতে পারিনি। যতটুকু দেখেছি, তাদের এই ভালোবাসার কাছে আমি সবসময়ই কৃতজ্ঞ।’
এর আগে শাকিব খানের আগমন উপলক্ষে সকাল থেকে বিমানবন্দরে ভিড় করেন কয়েকশ’ শাকিব ভক্ত। ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার নামে সেøাগান দিতেও দেখা যায় তাদের। ঢাকা ছাড়াও নীলফামারী, দিনাজপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন।


আরো সংবাদ



premium cement
শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে উদ্বেগ টিআইবির যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাব : মেসি ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ বাল্টিমোর সেতু ভেঙে নদীতে পড়া ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

সকল