১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিটিএসকে ঢাকায় আনতে চান স্বপন

বিটিএসকে ঢাকায় আনতে চান স্বপন -

বাংলাদেশে অনেক বড় বড় ইভেন্ট করেছেন স্বপন চৌধুরী। তার ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজ এর মাধ্যমেই এ দেশে এসেছিলেন শাহরুখ খান, আদনান সামীরা। সূত্র ধরেই দক্ষিণ কোরীয় বিখ্যাত ব্যান্ড বিটিএসকে বাংলাদেশে আনতে চান তিনি।
যদিও বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের তালিকা ২০২৪ পর্যন্ত বুকড। অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘আমরা অফিশিয়ালি যোগাযোগ করেছি। তাদের ম্যানেজারের সাথেও কথা হয়েছে। তিনি ২০২৩ সালের প্রথম ভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে আমাদের কাজের পোর্টফোলিও দেখেছেন। এ দেশে বিটিএসের ক্রেজ সম্পর্কে জানার জন্যও সময় চেয়েছেন। এ বছরের শেষ দিকে তারিখ চূড়ান্ত হবে বলে আশা করছি আমরা।’
কয়েক বছর ধরেই বিটিএস নিয়ে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। তাদের নতুন গান মুক্তির পর শুরু হয়ে যায় রেকর্ড বই ঘাঁটাঘাঁটি। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলো তাদের বিপণনের জন্য যাদের পেছনে ছোটে, তার নাম বিটিএস। সর্বোচ্চ বাজেটের কনসার্ট করে এই কোরিয়ান ব্যান্ড।
স্বপন চৌধুরী আরো বলেন, ‘আমি শাহরুখ খান, আদনান সামিসহ বিশ্বের অনেক বড় তারকাকে নিয়ে বাংলাদেশে ইভেন্ট করেছি। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশের শ্রোতা-দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন বিটিএসের পারফরম্যান্স দেখার জন্য। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব।’
বিটিএস ২০১৩ সালের জুনে আত্মপ্রকাশ করে। তার পর কয়েক বছরের মধ্যে জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়। সামাজিক প্রচারাভিযানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে। ব্যান্ডটির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন। তাদের ভক্ত সারা বিশ্বে। বর্তমানে এত ভক্ত আর কোনো ব্যান্ডের নেই। এ কারণে কোরীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তাদের ব্যাপক গুরুত্ব দেয়।


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল