১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তারিনের সাথে পারফর্ম করে উচ্ছ্বসিত শাওন

তারিনের সাথে পারফর্ম করে উচ্ছ্বসিত শাওন -

তারিন জাহান, বাংলাদেশের নন্দিত জনপ্রিয় নাট্যাভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। দেশের জাতীয় বিশেষ বিশেষ দিবসে এবং ঈদে তারিন জাহানকে দেশের বিভিন্ন চ্যানেলে ও বিশেষ বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেও দেখা যায়। এবারের ঈদেও বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন দুপুর দেড়টায় ‘নৃত্যের তালে তালে’ অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে। গুণী নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরুর নির্দেশনায় ও শাওন শানের কোরিওগ্রাফিতে তারিনের সাথে এবার দেখা যাবে তরুণ নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার শাওন শানকে। এরই মধ্যে বিটিভিতে এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তারিনের সাথে প্রথম পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত, গর্বিত শাওন শান। শাওন বলেন, ‘শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় আনিসুল ইসলাম হিরু স্যারকে আমাকে তারিন আপুর সাথে এমন একটি পারফর্ম করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য। অনেক শ্রদ্ধা ভালোবাসা আমার গুরু কবিরুল ইসলাম রতন স্যারের প্রতি। কারণ ঢাকার মাটিতে আজ আমি যা কিছু সবই সৃষ্টিকর্তার অপার মহিমায় ও রতন স্যারের কল্যাণে। রতন স্যারের জন্যই আজকের আমি। তাই তার প্রতি সবসময়ই কৃতজ্ঞ। রতন স্যারের কারণেই তারিন আপুসহ দেশের প্রথিতযশা অনেকের সাথেই আমার কাজ করার সুযোগ হয়েছে। তারিন আপুর সাথে সহকারী হিসেবে এর আগে অনেক কাজ করার সুযোগ হয়েছে। তবে জুটি হিসেবে এবারই প্রথম কাজ করা হলো আমার। এটি যে আমার জন্য কত বড় পাওয়া তা আসলে ভাষায় প্রকাশের নয়। তারিন আপু ভীষণ সিরিয়াস, অধ্যবসায়ী ও মেধাবী একজন শিল্পী। জ্বর, ঠাণ্ডা নিয়েও তিনি প্র্যাক্টিস করেছেন, টাফ মুভম্যান্টগুলো বুঝে নিয়ে তা আত্মস্থ করে তিনি সব কিছু ঠিকঠাক মতো ডেলিভারি দিয়েছেন। একজন মানুষ এত পারফেক্ট কেমন করে হয় তা তারিন আপুর সাথে এই কাজটি না করা হলে উপলব্ধি করা হতো না।

 


আরো সংবাদ



premium cement
ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার

সকল