২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আমার পরিচয় শিল্পী, রাজনৈতিক দল করি না - ইলিয়াস কাঞ্চন

আমার পরিচয় শিল্পী, রাজনৈতিক দল করি না - ইলিয়াস কাঞ্চন -

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ নির্বাচনে যুক্ত হওয়ায় তার প্রতিপক্ষ প্যানেল (মিশা-জায়েদ) থেকে এ নিয়ে সমালোচনা করে বলা হয়েছে, অনেকেই অতিথি পাখির মতো এসে নির্বাচন করছেন। যাদের অন্য সময় খোঁজ থাকে না। রোববার সন্ধ্যায় বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার নায়ক।
তিনি বলেন ‘আমাকে নির্বাচনের জন্য আনা হয়েছে। নিপুণ, রিয়াজ, ইমন, সাইমন সবাই চেয়েছে আমি যেন নির্বাচন করি। সাধারণ শিল্পীরাও চেয়েছে আমি যেন নির্বাচন করি। আর আমি যদি অন্যদের চেয়ে আরো ভালো কাজ করতে পারি তাহলে কেন নির্বাচন করবো না?’ নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো এই অভিনেতা বলেন, ‘অনেকেই বলছেন ইলিয়াস কাঞ্চন তো মন্ত্রী-মিনিস্টার হতে পারেন। সেখানে কেন যান না?’ তাদের উদ্দেশে বলব, ‘আমি কি কোনো রাজনৈতিক দল করি? আমি একজন শিল্পী। শিল্পী হিসেবে একজন মানুষ, শিল্পীদের ভাই, বন্ধু। তাই আমি মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সাথে থাকতে চাই।’
বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান দাবি করছেন, তারা ক্ষমতায় থাকাকালীন ১২ লাখ টাকা সমিতির ফান্ডে জমা রেখেছেন। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই টাকা পিকনিকের জন্য। করোনার কারণে ২ বছর পিকনিক হয়নি। তাহলে টাকাটা জমা থাকাই স্বাভাবিক। এসব সাধারণ জিনিস নিয়ে মিথ্যাচার করা উচিত না। আমি ১৯৮৯ সালে যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন ৩ লাখ টাকা রেখেছিলাম। তখনকার ৩ লাখ টাকা এখন কত হিসেব করতে হবে।’
তিনবার একই পদে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন- এমন নিয়ম পরিবর্তন করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাস করলে নিয়ম করবো পরপর দুই টার্মের বেশি কেউ একই পদে নির্বাচন করতে পারবে না। এখানে নতুন নেতৃত্ব আসতে হবে। নতুনদের সুযোগ করে দিতে হবে। বছরের পর বছর কেউ একই পদে বারবার নির্বাচন করতে পারবে না। জয়ী হলে সকলের সম্মতিতে হলে অবশ্যই এই কাজটি করবো।’
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্যানেল তৈরি করেছেন নিপুণ, রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন, নিরব, পরীমণির মতো তারকারা।
এ দিকে রোববার দুপুরে প্যানেল পরিচিতির আয়োজন করে মিশা-জায়েদ পরিষদ। সেখানে জায়েদ খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কদিন আগে করোনায় মাকে হারিয়েছি। বাবার মৃত্যুর এক বছরের মাথায় মা চলে গেল। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার আগে মা বলে গেছে, ‘তোমার বিয়ে করা লাগবে না। সমিতি সমিতি নিয়েই থাক।’ মায়ের এ কথা বলার কারণ, নিজের জন্য না ভেবে সবসময় এই সমিতি ও এখানকার মানুষদের জন্য কাজ করেছি উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার মধ্যে মারা যাওয়া প্রত্যেক শিল্পীর লাশ কাঁধে নিয়ে দাফন করেছি। এখনো আমার ঘাড়ে সেই ব্যথা। কি করিনি এই সমিতির জন্য? কাজ বেশি করেছি বলে আমার দুর্নাম বেশি হচ্ছে।’ তিনি বলেন, এফডিসির মধ্যে কিছু কুকুর আছে। করোনার মধ্যে তারা না খেয়ে মারা যাচ্ছিল। সেই কুকুরগুলোকে বাসা থেকে রান্না করে এনে খাইয়েছি। আমি যদি একটাও কথা মিথ্যা বলি আমার বাবা-মায়ের মৃত আত্মা যেন শাস্তি পায়।’
আবেগঘন কণ্ঠে বর্তমান কমিটির এই সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমি যে বোনের কাছে বড় হয়েছি, সে ক্যান্সারের রোগী। ক’দিন আগে যখন রাত ১টার সময় আমাকে শিমু হত্যায় ফাঁসানোর চেষ্টা করা হলো; তখন সেই বোন আমাকে চুমু দিয়ে বলল, ‘ভাই তুই এসব থেকে বেরিয়ে আয়। তোকে হারাতে চাই না। সমিতির দরকার নেই।’
এই নির্বাচনকে কেন্দ্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমি এখন এতিম। এই শিল্পীরাই আমার পরিবার। সুচরিতা আপা আমাকে বলেছেন, ‘আমি তোর মা। আমাকে তার ছেলের পরিচয় দিয়ে থাকে। তার মতো লিজেন্ডরা আমার পাশে আছেন বলে আমি আবার নির্বাচনে অংশ নিচ্ছি। নইলে এবার নির্বাচন করতাম না। কথা দিচ্ছি বিপদ যখনই আসবে তখনই আমি সবসময় পাশে থাকবো। সাহায্যের ধারা অব্যাহত থাকবে।’ শিল্পী সমিতির এ নির্বাচনে মিশা সওদাগর সভাপতি পদে লড়ছেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে আছেন জায়েদ খান।
এই প্যানেল থেকে আরো নির্বাচন করছেন সুব্রত, অঞ্জনা, অরুণা বিশ্বাস, রোজিনা, সুচরিতা, মৌসুমি, ডিপজল, রুবেল, আলী রাজ, জয় চৌধুরী, আলেকজান্ডার বো প্রমুখ।
তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। আরও আছেন রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন, নিরব, পরীমণির মতো তারকারা।


আরো সংবাদ



premium cement
তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি

সকল