২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শিল্পীদের পাশে থাকতে চান নাসিম

শিল্পীদের পাশে থাকতে চান নাসিম -

আহসান হাবিব নাসিম, একজন দর্শকপ্রিয় অভিনেতা এবং একজন সফল সংগঠক। ১৯৯৮ সালে ‘অভিনয় শিল্পী সংঘ’র যাত্রা শুরু হয়। ২০০২ সালে প্রথম এই সংঘের সভাপতি হিসেবে মনোনীত করা হয় ফেরদৌসী মজুমদারকে এবং সাধারণ সম্পাদক হিসেবে তৌকীর আহমেদকে। সেই সময়ে আহসান হাবিব নাসিম ছিলেন এই সংঘের একজন কর্মী। ২০০৯ সালে যখন আলী যাকেরকে সভাপতি এবং তুষার খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ‘অভিনয় শিল্পী সংঘ’র যাত্রা শুরু হয় তখন নাসিম ছিলেন দফতর সম্পাদক। তখন থেকেই তিনি শিল্পীদের নানান সমস্যা, রাষ্ট্রের প্রতি শিল্পীর দায়িত্ব, শিল্পীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব এসব বিষয়ে পর্যবেক্ষণ করেন। বহুবছর পর্যবেক্ষণের পর ‘অভিনয় শিল্পী সংঘ’র ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে তিনি পরপর দু’টি সেশনে অর্থাৎ ২০১৭-২০১৯ এবং ২০১৯-২০২১ সালের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। একজন আহসান হাবিব নাসিম ‘অভিনয় শিল্পী সংঘ’র দায়িত্ব নেবার পর ‘অভিনয় শিল্পী সংঘ’র সার্বিক চেহারাই বদলে যায়। শিল্পীদের নানান সমস্যা দূরীকরণে তিনি দিনের পর দিন যে শ্রম দিয়েছেন, নানান দুঃসময়ে শিল্পীদের পাশে যেভাবে পাশে দাঁড়িয়েছেন তা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যে কারণে একজন আহসান হাবিব নাসিম হয়ে উঠেছেন সকল শিল্পীদের প্রিয় একজন মানুষ, প্রিয় একজন সাংগঠনিক শিল্পী। আর তাই এবারের ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে সভাপতি পদে জয়ের ব্যাপারে শিল্পীরাই অর্থাৎ বলা যায় ৭৫০’জন ভোটারের সকলেই নাসিমের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন যে তিনিই হতে যাচ্ছেন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচিত সভাপতি। আহসান হাবিব নাসিম বলেন,‘ পরপর দু’বার এই সংঘের সাধারণ সম্পাদক হিসেবে আমি নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। শিল্পীদের নানান সমস্যায় নিজের কাজকে পাশে রেখে শিল্পীর সমস্যাকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করেছি।


আরো সংবাদ



premium cement